শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
মোঃ ফজলুল হক,পাবনা:
পাবনার ভাঙ্গুড়ায় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সিরাজুল ইসলাম আপন এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা। মানববন্ধনে আগামী ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন বক্তারা। রোববার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় ভাঙ্গুড়া প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সম্মিলিত উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন-ভাঙ্গুড়া প্রেস ক্লাব, অনলাইন প্রেস ক্লাব, রিপোর্টাস ইউনিটি ও বাংলাদেশ মফস্বল ফোরাম উপজেলা শাখা। মানববন্ধনে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম বাবলু। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখা’র সভাপতি ও তৃতীয় মাত্রা প্রতিনিধি প্রভাষক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন চাটমোহর বার্তা পত্রিকার সম্পাদক এসএম হাবিবুর রহমান, দৈনিক সময় অসময় পত্রিকার সম্পাদক বেলালুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আয়নুল হক, ভাঙ্গুড়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি বদরুল আলম বিদ্যুৎ, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল খালেক, বাংলাদেশের খবর প্রতিনিধি হেলাল খান, আজকের পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক, মানবকণ্ঠের প্রতিনিধি রায়হান আলী, কালের কণ্ঠ প্রতিনিধি মাসুদ রানা, যুগান্তর প্রতিনিধি পিপুল। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোরের দর্পণ প্রতিনিধি ময়নুল হক, আমাদের সময়ের প্রতিনিধি আব্দুর রহিম, খোলা কাগজ প্রতিনিধি মানিক হোসেন, জবাবদিহি প্রতিনিধি মিনু খান, আমার সংবাদ প্রতিনিধি ইকবাল হোসেন, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আব্দুল আজিজ, আলোকিত সকাল প্রতিনিধি মেহেদী হাসান রানা, বালাদেশ সমাচার প্রতিনিধি সাখাওয়াত হোসেন ও সময়ের কাগজ প্রতিনিধি মেহেদী হাসান প্রমূখ। এছাড়াও স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আপনের ওপর সন্ত্রাসী হামলার ৭২ ঘন্টা পেরিয়ে গেছে। থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। তারপরও পুলিশ হামলাকারীদের আইনের আওতায় আনতে গড়িমসি করছেন এটা খুব দুঃখ জনক। মানববন্ধন থেকে বক্তারা স্থানীয় প্রশাসনকে ৭২ ঘন্টার সময় বেঁধে দেন। ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় না আনলে স্থানীয় প্রশাসনের সকল সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়। পরবতীতে ভাঙ্গুড়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বললে তারা অভিযোগ করে বলেন, ১ নং ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক এর সংবাদ প্রচার করার কারনেই আপনের উপড় এ হামলা চালানো হয়েছে। সংবাদকর্মীরা আরো বলেন, ঐ চেয়ারম্যান বিভিন্ন সময় সাংবাদিকদের উপড় তুচ্ছ কারনে চরাও হয়। এবং নানান ভয়ভূতি দেখান। তার পরিষদে সংবাদ সংগ্রহে গেলে সংবাদকর্মীদের সাথে অসাদচারন করেন। এবিষয়ে চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক এর সাথে কথা বললে তিনি সব বিষয়ে অশিকার করে বলেন, আমার ভাতিজা সোহেল তার উপর হামলা করেনি। আমি সাংবাদিকদের সাথে মিলে মিশে আছি সব মিথ্য কথা। উল্লেখ্য, গত (৬ অক্টোবর) বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের কলকতি নদী ঘাট এলাকায় সাংবাদিক আপন হামলার শিকার হয়ে বর্তমানে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।