শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা,পাবনা:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরনে পাবনার আটঘোরিয়া উপজেলার প্রত্যন্ত গরুরী গ্রামের চিকনাই নদীতে উৎসব মুখোর পরিবেশে শেষ হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা। স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের পৃষ্টপোষকতায় বিকেলে এ প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে অংশ নেন ৪ টি বাইচ দল। তীব্র প্রতিদ্বন্দিতাপুর্ন ও মনোমুগ্ধকর এ খেলায় প্রথম স্থান চান্দাই জনতা এক্সপ্রেস দ্বিতীয় স্থান নিউ শেরে বাংলা এক্সপ্রেস এবং তৃতীয় স্থান অধিকার করে হাদল দুরন্ত এক্সপ্রেস। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। বাইচের আয়োজক আটঘড়িয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন স¤পাদক সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, আটঘারিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ স্থানীয় বিশিষ্টজনেরা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় রুচির সৌজন্যে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে অংশগ্রহন করে ১৮টি বাইচ দল।