বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এস এম আলম,পাবনা:
আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ শ্লোগানে পাবনায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টির লক্ষে বিআরটিএর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, বিআরটিএর সহকারী পরিচালক আব্দুল হালিম, মোটরযান পরিদর্শক হাফিজুল ইসলাম, সহকারী মোটরযান পরিদর্শক রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী সড়ক জনপথ বিভাগ আবুল মনসুর আহমেদ, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিকগণ, স্কুল ও কলেজের ছাত্রছাত্রীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ