বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
Reading Time: 2 minutes
নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনা ঈশ্বরদীতে আকলিমা সেবা ক্লিনিক এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারে প্রসূতি মায়ের অভিজ্ঞ ডাক্তার ছড়ায় ডেলিভারি করলেন অদক্ষ নার্স। ১০ঘন্টা পরে নবজাতক শিশুটির মৃত্যু হয়। অবশেষে থানা পুলিশের সহায়তায় বাঁচ্চা উদ্ধার প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায় ,বুধবার(৫ ই অক্টোবর) রাত ১১টার দিকে পুরাতন ঈশ্বরদী ভাদুর বটতলা থেকে মোঃ শাহানুর তার স্ত্রী মোছাঃ বিলকিস বেগম ( ৩৫) কে ঈশ্বরদী আকলিমা ক্লিনিকে নিয়ে যায়। সেখানে ভর্তি করার কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ। এসময় বিলকিস প্রসাব ব্যাথায় ছটফট করতে থাকে। একপর্যায়ে বিলকিস কে শাহানুর নার্সদের বলেন ডাক্তারকে ডেকে সিজারের করতে । নার্স শাহানুর কে বলেন করোনা পরিক্ষা ছাড়া সিজার করা হবে না । নার্স আরোর বলেন অবস্থা ভালো আছে নরমালে ডেলিভারি হবে। একপর্যায়ে ডাক্তার ছাড়াই প্রসূতি মায়ের বাচ্চা প্রসব করান । বাচ্চা প্রসবের পর বাচ্চাটির হাত পা নড়াচড়া বন্ধ হয়ে যায়। আর বাচ্চার বুকে পিঠে থাপরাতে থাকে । এতে করে বাচ্চার জ্ঞান না ফিরলে পরবর্তীতে সেখানে ডাক্তার রাবেয়া বসরী ক্লিনিকে আসেন। এ মধ্যে বাচ্চার কোন সারা শব্দ না পেয়ে বিলকিস বেগম এর স্বামী ভীতরে প্রবেশ করতে চাইলে তাকে বা তার নিকটাত্মীয় কোন লোকজন কে বাচ্চা দেখতে দেয়া যাবেনা বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। একপর্যায়ে দিশে হারা হয়ে পড়ে বিলকিস বেগমের স্বামী মোঃ শাহানুর। পরে থানা পুলিশ কে রাত ৩ টায় ঘটনা টি অবহিত করলে তাৎক্ষণিক ভাবে ঈশ্বরদী থানা ও আমবাগান ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল আকলিমা ক্লিনিকে যেয়ে প্রসুতি বাচ্চা টি উদ্ধার করে। বাচ্চার অবস্থা বেগতিক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার কয়েক ঘণ্টা পর বাচচাটি মারা যায় বলে শাহানুর খবরটি নিশ্চিত করে। এদিকে এই ঘটনার বিষয়ে সকালে আকলিমা ক্লিনিকের ম্যানেজার নুরুল হকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে অস্বীকার করেন। এমন রোগী আমাদের ক্লিনিকে আসে নাই। তাহলে রাত ৩টায় পুলিশ কেন এসেছিল ক্লিনিকে। এ সময় ম্যানেজার ক্ষিপ্ত হয়ে ওঠেন এই প্রতিবেদকের উপর । তিনি আরো বলেন এসব বিষয় কেন খবর প্রকাশ করবেন । অপরদিকে এই ঘটনার বিষয়ে আকলিমা সেবা ক্লিনিক এ্যন্ড ডায়গনিস্টিক সেন্টার পরিচালক ডাক্তার হোসনে আরা মুকুল(জলি) এর সাথে কথা বলতে চাইলে ম্যানেজার নুরুল ইসলাম আরো ক্ষীপ্ত হয়ে তিনি বলেন পরিচালক আমরাই এখন। মালিক ঢাকাতে আছে। এপর আকলিমা সেবা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক ডাঃহোসনে আরা মুকুল (জলি ) মোবাইল ফোন করা হলে তার নাম্বার টি বন্ধ পাওয়া যায়।