বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
প্রেস বিজ্ঞপ্তি:
অদ্য ০৭ জুন, ২০২২ তারিখ ১৪.০৫ ঘটিকায় সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে ‘‘নাটোর জেলার নাটোর সদর থানাধীন নাটোর পৌরসভাস্থ উত্তর পটুয়াপাড়া সাকিনস্থ জনৈক নিশিত কুমার মন্ডল (৩৫), পিতা-অমূল্য মন্ডল এর চায়ের দোকানের সামনে নাটোর টু বগুড়া গামী পাঁকা রাস্তার পূর্ব পাশের্^” অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ধৃত আসামী ১। মোঃ আকাশ (২৭), পিতা- মোঃ রফিক শেখ, সাং-উত্তর পটুয়াপাড়া (ঝাউতলা) ২। মোঃ ইমন (২৫), পিতা- মোঃ বেলাল, সাং-উলুপুর আমহাটি, উভয় থানা-নাটোর সদর, জেলা-নাটোরদ্বয়’কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক ধৃত আসামীদ্বয়ের নিকট হতে ৯৫ (পঁচানব্বই) গ্রাম হেরোইন, মোবাইল ০৩টি ও সিম ০৫টি ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল উদ্ধার করে। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন নিজ নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে ।
স্বাক্ষরিত/–কিশোর রায়, সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার),ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার
র্যাব-১২, সিপিসি-২, পাবনা।