বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এস এম আলম, পাবনা :
ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পাবনায় শুরু হয়েছে মশক নিধন প্রচার অভিযান। সকলে জেনারেল হাসপাতাল চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, সিভিল সার্জন ডা, মনিসর চৌধুরী,পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, স্থানীয় সরকারের উপপরিচালক সাইফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ও পাবনা জেনারেল হাসপাতলের সহকরী পরিচলক ডা. ওমর ফারুক মীর সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ কার্যক্রমের আওতায় শহরের প্রতিটি মহল্লায় আগাছা পরিস্কারের পাশাপাশি ছিটনো হচ্ছে মশক নিধন ঔষধ। স্বাস্থ্য বিভাগ জানায় গত তিনমাসে পাবনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৮০৮ জন। এরমধ্যে মারা গেছে ১ জন। সুস্থ্য হয়েছে ৭৫৩ জন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৫ জন।