বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন

News Headline :
ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের অনিয়ম রংপুরে হারাগাছে ভূয়া আত্মীয় পরিচয় দিয়ে মামলাকারীর মামলা প্রত্যাহার ও জড়িতকে গ্রেফতারের দাবি প্রবাসী যুবকের সাথে প্রতারণা করে অর্ধযুগের কষ্টার্জিত আয় আত্মসাতের অভিযোগ এক নারীর বিরুদ্ধে পরীক্ষামূলকভাবে চালু হলো যমুনা রেলওয়ে সেতু পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিতে নয়-ছয়; রাবিতে ফের আন্দোলনের প্রস্তুতি রাজশাহীতে পারিবারিক পুষ্টি বাগানে স্বাবলম্বী হচ্ছে গ্রামীণ প্রান্তিক নারীরা পাবনা প্রেসক্লাবের অনিয়ম তদন্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কমিটি গঠন মহানগরীতে স্বর্ণের দোকানে চুরির অভিযোগে জনতার হাতে আটক নারীকে পুলিশে সোপর্দ পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করলো হাবিপ্রবি ছাত্রশিবির মানুষকে যারা কষ্ট দেয় তাদেরকে পরিহার করুন : এ.কে.এম. আমিনুল হক

পাবনায় ৬দিনের ব্যবধানে ২ পুলিশ কর্মকর্তার

Reading Time: 2 minutes

পাবনায় ৬দিনের ব্যবধানে ২ পুলিশ কর্মকর্তার

রহস্যজনক মৃত্যু। জনমনে নানা শংকা।

নিজস্ব প্রতিবেদকঃ

পাবনা আটঘরিয়া থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল
হোসেন (৪৭) নামে এক উপ-পরিদর্শক (এসআই)’র রহস্যজনক মৃত্যু হয়েছে। গত
শনিবার ২৭ মার্চ দিবাগত রাত সোয়া ১০টায় তার মৃত্যু হয়। মৃত এসআই দুলাল
হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার হাসানপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। দুই বছর আগে বদলি হয়ে
আটঘরিয়া থানায় যোগদান করেছিলেন।

এদিকে গত রোববার (২১ মার্চ) সকালে পাবনার আতাইকুলা থানার উপ-পরিদর্শক
(এসআই) হাসান আলী (২৮) এর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে আতাইকুলা থানা
পুলিশ। থানা ভবনের ছাদের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসআই হাসান
যশোরের কেশবপুর উপজেলার জব্বার আলীর ছেলে। তিনি ৮ ফেব্রুয়ারি আতাইকুলা
থানায় এসআই হিসেবে যোগ দেন।

আটঘরিয়া থানার ওসি ইনচার্য হাফিজুর রহমান জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী
উদযাপন উপলক্ষ্যে আটঘরিয়া থানা ভবন আলোকসজ্জা করা হয়। একইসঙ্গে থানা
চত্বরে স্যালুটিং ডায়াচে জাতীয় পতাকা উত্তোলনের স্টিলের পাইপের সঙ্গেও
আলোকসজ্জা করা হয়েছিল। ওই বিদ্যুতের তার কোনোভাবে লিকেজ হয়ে স্টিলের সেই
পাইপ বিদ্যুতায়িত হয়। শনিবার (২৭ মার্চ) দিনগত রাত সোয়া ১০টার দিকে এসআই
দুলাল মোবাইলফোনে কথা বলতে বলতে নিজের অজান্তেই বিদ্যুতায়িত পাইপটি
স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।তিনি আরো জানান, মাত্র ৩ মিনিটের মধ্যে ঘটনা ঘটে এবং মৃত্যু হয়।
এদিকে, এসআই দুলালের মৃত্যুর খবর পেয়ে আটঘরিয়ায় ছুটে যান জেলা পুলিশের
উর্ধ্বতন কর্মকর্তারা। অনেকের প্রশ্ন, নিহতের পায়ে জুতা বা সেন্ডেল পড়া
ছিল। সেখানে একটি তারে বিদ্যুতস্পৃষ্ট হলেও এত দ্রুত মারা যাবার কথা
না।আর যদি বিদ্যুতের উভয় তার নেকেটিভ পজেটিভ লিকেজ থাকতো, তাহলে তো আগুন
বা বিস্ফোরন হওয়ার কথা।

এসআই দুলালের ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রোববার সকালে আটঘরিয়া থানায় প্রথম জানাজা নামাজ শেষে তার মরদেহ পরিবারের
কাছে হস্তান্তর করা হয়।

এদিকে গত শনিবার (২০ মার্চ) দিবাগত রাত ২টার পর থেকে রোববার ভোর পর্যন্ত
কোনো এক সময় গুলির আঘাতে আতাইকুলা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী
(২৮) মারা যায়। রোববার সকালে তার মরদেহ থানা ভবনের ২য় তলার ছাদে পাওয়া
যায়। স্থাণীয়দের জিজ্ঞাসা থানার ছাদে পিস্তলের গুলিতে একজন আত্মহত্যা
করলো থানা পুলিশের কেউ টের পেল না। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। পিস্তলের
গুলির বিকট শব্দে অনেকের টের পাওয়ার কথা। ঘটনার পরে আতাইকুলা থানা
পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার
দিকে থানার ২য় তলার ছাদে পুর্ব পার্শ্বে নিহত হাসানের গুলিবিদ্ধ লাশ পড়ে
ছিল।সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এদিকে আটঘরিয়া থানার উপ-পরিদর্শক রাত সোয়া ১০টার দিকে মোবাইলে কথা বলতে
বলতে ডিউটিরত পুলিশ সদস্যের সামনে বিদ্যুতায়িত হয়ে মারা গেল। বিষয়টি যেমন
কেউ মেনে নিতে পারছে না, তেমনি আতাইকুলা থানার এসআই হাসানের মৃত্যুর
ঘটনাও সাধারন মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দুটি মৃত্যুই
মানুষের মধ্যে কৌতুহল ও আতংকের সৃষ্টি হয়েছে। এ্কই জেলায় ৬দিনের ব্যবধানে
পৃথক দুই থানায় দুই পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু পুলিশ সদস্যসহ
পাবনাবাসী শোকাহত।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com