রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন
Reading Time: 2 minutes
এম আর রাসেল হোসাইন, ঈশ্বরদী পাবনা:
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক এবং সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে। জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, বেড়েছে বাস ভাড়াও। দেশে চরম অথনৈতিক সংকট বিরাজ করছে। সরকার দেশকে ফোকলা করে দিয়েছে। দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। দুর্ভিক্ষ আসার আগেই এই সরকারের পতন ঘটাতে হবে।
শুক্রবার(২৬ আগস্ট) বিকালে পাবনা ঈশ্বরদী উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির কেন্দ্র ঘোষিত গণ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ অসহনীয় লোডশেডিং এবং ভোলায় গুলিতে নূরে আলম ও আবদুর রহমানকে হত্যার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়। হাবিবুর রহমান হাবিব আরো বলেন, শুরু হওয়া এই আন্দোলন, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত চলবে। আমরা চাই, সরকার পতনের আন্দোলন আমার জন্মভূমি ঈশ্বরদী থেকেই শুরু হোক। এবারও ঈশ্বরদী থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। প্রধানমন্ত্রীকে বলবো, অনেক হয়েছে, আর নয়। এবার নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সংসদ ভেঙ্গে সমাধান করুন। না হয় জনতার রোষের মুখে দেশ ছেড়ে পালাতে হবে। ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব আজমল হোসেন সুজনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সমাদ খান মন্টু, যুগ্ন আহবায়ক আনিসুল হক বাবু, যুগ্ন আহবায়ক নুর মোহাম্মদ মাসুম বগা, জেলা বিএনপির সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, জেলা বিএনপির সদস্য আবুল হাশেম, মনোয়ার শামীম, সাজ্জাদ হোসেন স্বপন, ডাঃ আহমেদ মোস্তফা নোমান, ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব রকিবুল ইসলাম রকি ও সর্বশেষ ঈশ্বরদী পৌর নির্বাচনের সর্বশেষ ধানের শীষের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাক্কে মণ্ডল, আব্দুস সামাদ সুলভ মালিথা, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন খান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম রিপন, সদস্য আনোয়ার হোসেন বাচ্চু প্রমূখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার দাশুড়িয়া, মুলাডুলি, সলিমপুর, সাঁড়া, পাকশী, লক্ষীকুন্ডা, সাহাপুর ইউনিয়ন বিএনপি ও পৌর বিএনপি সহ কৃষকদল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ ও সকল পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।