রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সুলভ খান :
বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নারীদের ক্ষমতায়ন ও নেতৃত্ব বৃদ্ধির লক্ষে জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশের নারীরাও যেন আগামীতে দেশের গন্ডি পেড়িয়ে দেশের বাহিরেও নেতৃত্ব দিতে পারেন সে লক্ষে নারীদের সকল অগ্রাধিকার দেওয়া হবে। প্রত্যেকটা নারী যেন সন্মানের সাথে সমাজে মাথা উচু করে চলতে পারে সেই লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাবনা জেলা আওয়ামীলীগের উদ্দ্যেগে আজ পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাফিয়া খাতুন। পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি। এ ছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক সহ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দরা।