মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আর কে আকাশ, পাবনা:
পাবনা দারুল আমান ইন্টারন্যাশনাল একাডেমিতে মা সমাবেশ, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান, পুরষ্কার বিতরণ ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইমরান হোসেন সরদার।
পাবনা দারুল আমান ইন্টারন্যাশনাল একাডেমির পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. কামিল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আ. লীগ নেতা শহীদুর রহমান শহীদ, খালেকুজ্জামান সুইট; আজমত বিশ্বাস প্রমূখ।
আলোচনায় বক্তাগণ বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ অন্যান্য চাহিদা পূরণের জন্য শিক্ষাবন্ধব সরকার বিভিন্ন বরাদ্দ দিয়ে যাচ্ছেন। শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের পাশাপাশি মায়েদের ভ‚মিকাও গুরুত্বপূর্ণ। এ ধরণের মা সমাবেশ প্রতিটি বিদ্যালয়ে আয়োজন করার প্রয়োজন। এতে সন্তানদের শিক্ষিত করতে মায়েদের ভ‚মিকা সম্পর্কে আরো সচেতন হবেন তারা। ফলে আমরা শিক্ষিত জাতি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করতে সক্ষম হবো।
পাবনা দারুল আমান ইন্টারন্যাশনাল একাডেমির ১৩ সদস্য বিশিষ্ট্য পরিচালনা কমিটির অন্যান্যরা হলেন, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, আমিরুল ইসলাম ইসহাক, আফজাল হোসেন সরদার (দাতা সদস্য), অভিভাবক প্রতিনিধি (মহিলা) ফারহানা ইয়াসমিন, অভিভাবক প্রতিনিধি ও দাতা সদস্য (মরহুম আছির উদ্দিন সরদারের স্ত্রী) মোছা. মরিয়ম সরদার, অভিভাবক প্রতিনিধি (পুরুষ) আব্দুল আল-আমিন খান, মোহাম্মদ আলী, পাবনা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর বিদ্যাৎসাহী রবিউল ইসলাম রবি, শিক্ষক প্রতিনিধি আকিব হোসেন। এছাড়াও পরিচালনা প্রধান উপদেস্টা মো. শহিদুল্লাহ, সদস্য মোকাররম হোসেন, আব্দুল আলিম, ডা. শরিফুল ইসলাম। এসময় আ. লীগ নেতা কামরুজ্জামান রকি, ভিপি মাসুদ, মোটর শ্রমিক নেতা শেখ রনি, এনামুল হকসহ, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, বিপুল সংখ্যাক অভিভাবক উপস্থিত ছিলেন। আয়োজিত মা সমাবেশে মায়েদের স্বতঃর্স্ফূত উপস্থিতিতে এক উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত মায়েদের বক্তব্যে লেখাপড়ার মান অনেক গুণ বৃদ্ধি পাওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আ. মোমিন।