শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

News Headline :
সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যা করে গাড়ি ছিনতাই আটক দুই কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার পাবনা জেলার ১৯৬তম জন্মদিন উপলক্ষে কাগজে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত বাজারের আগুন: ত্রিশালের কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশছোঁয়া বিপাকে সাধারণ মানুষ কুষ্টিয়া জেলা পুলিশের সতর্ক বার্তা পাবনা র‌্যাবের অভিযানে ৪টি হত্যাসহ একাধিক মামলার আসামী গ্রেফতার নওগাঁ সোসাইটির নীতিমালা ভঙ্গ করে প্রতিপক্ষের ঘর দখলের অভিযোগ অপরাধী ও দুষ্টু লোকদের স্থান বিএনপিতে হবে না বলে তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন: কেন্দ্রীয় যুবদল সম্পাদক নয়ন পাবনায় সংবাদ প্রকাশের জেরে ওসির ইন্ধনে সাংবাদিকের খোজে সন্ত্রাসীরা মতিহারে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোহেল গ্রেফতার

পাবনা বেড়ায় প্রধামন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধণী অনুষ্ঠানে ডেপুটি স্পিকার

Reading Time: < 1 minute

মজিবুল হক লাজুক, পাবনা:

জনগনকে শুধু খাদ্য, বস্ত্র, শিক্ষা ও বাসস্থানের নিশ্চয়তা নয়, সুস্থ্য ও পরিপূর্ণ মানবসম্পদ রূপে গড়ে তোলার জন্য বিনোদন অপরিহার্য। আর সুস্থ্য বিনোদনের প্রধান মাধ্যম খেলাধুলা, যুবসমাজকে মাদক ও ধুমপান থেকে যেমন দূরে রাখবে তেমনি আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তিও উজ্জ্বল করবে। গতকাল ( ২৯ই সেপ্টেম্বের বিকেলে ) পাবনা বেড়ায় শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিন উপলক্ষে বেড়া পৌরমেয়র আয়োজিত আন্তঃজেলা মেয়রগোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. শামসুল হক টুকু এমপি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিনোদনের জায়গাগুলো সংকুচিত হয়ে আসছে। দেশীয় সংস্কৃতি ও দেশীয় খেলার উপলক্ষ্য মানুষ খুব কম পায়। মানুষকে বিনোদনের সুযোগ করে দিতে হবে। সুস্থ্য বিনোদনের সুযোগ পেলে জনগন তাতে অংশগ্রহণ করে, মাঠের হাজার হাজার দর্শক এটাই প্রমাণ করে। জননেত্রীর কাছ থেকে উৎসাহ পেয়েই এ ধরনের আয়োজন করা হয়েছ। উদ্বোধনী ম্যাচে সিরাজগঞ্জ ফুটবল দল একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ৩-০ গোলের ব্যবধানে নারায়নগঞ্জ ফুটবল দলকে পরাজিত করে। বেড়া উপজেলা আ.লীগের সভাপতি ও বেড়া পৌরমেয়র এ্যাড. আসিফ সামস রঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন। এ ছাড়াও অনুষ্ঠানে আরো সাঁথিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান , সাঁথিয়া পৌর মেয়র, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসারসহ বেড়া-সাথিয়ার স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com