শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি, র্যাব ১২ সিপিসি-২
পাবনা র্যাবের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় ০১ জন পলাতক আসামী গ্রেফতার।
র্যাব-১২, সিপিসি-২, পাবনা র্যাবের আভিযানিক দল তথ্য ও প্রযুক্তির মাধ্যমে গোপন সূত্রে জানতে পারে যে, উক্ত মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ সুজন হোসেন (৪০), পিতা-মোঃ ওসমান প্রামানিক, সাং-নওদাপাড়া, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা, ‘পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন’ এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-২, পাবনা র্যাবের আভিযানিক দল গত ০১ অক্টোবর, ২০২৪ তারিখ রাত্রে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ সুজন হোসেন (৪০)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী সুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয় ।
স্বাক্ষরিত-খন্দকার গোলাম মোর্ত্তূজা, অতিরিক্ত পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার,
র্যাব-১২, সিপিসি-২, পাবনা