শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন

News Headline :
ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন মারিশ্যা-দীঘিনালা সড়কের মাটি সরে গিয়ে দূর্ভোগে জনগণের সেবা দেওয়ার জন্যই সরকার আমাকে পাঠিয়েছেঃ-নওগাঁর নবাগত ডিসি রাজশাহীতে শিক্ষার্থী হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে শুটার রুবেল পাবনায় সাংবাদিকের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক মধুপুরে বৈষম্যবিরোধী ও কোটা আন্দোলনে নিহতদের স্মরণে  বিএনপির দোয়া  মাহফিল অনুষ্ঠিত  পাবনার হেমায়েতপুরে কারামুক্ত বিএনপি নেতা-কর্মীদের সংবর্ধনা ও আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন বাঘাইছড়িতে বিএনপির দুই নেতা বহিষ্কার ডোমারে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত পাবনার সুজানগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পথসভা অনুষ্ঠিত

পাবনা র‍্যাবের অভিযানে রাজ্জাক হত্যাকান্ডের সাথে জড়িত ২জন গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব ১২ সিপিসি ২ :
পাবনা র‍্যাবের পৃথক অভিযানে চাঞ্চল্যকর রাজ্জাক হত্যাকান্ডের সাথে জড়িত ০২ জন গ্রেফতার।
গত ১৭ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ সময় অনুমান রাত্রী ১০.২০ ঘটিকায় মোঃ আব্দুর রাজ্জাক (৫৩), পিতা-মৃত আজিজুল হক, সাং-হরিনারায়নপুর,থানা-পাবনা সদর জেলা-পাবনা, স্হানীয় মানিকনগর বাজারে চায়ের দোকানের সামনে আলাপরত অবস্থায় মোটরসাইকেলযোগে মুখোশধারী কতিপয় সন্ত্রাসী এসে আব্দুর রাজ্জাককে লক্ষ্য করে ২-৩ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে রাজ্জাকের পিঠের ডান দিকে এবং ডানহাতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যায়। উপস্থিত স্থানীয় জনগন গুরুতর আহত রাজ্জাককে উদ্ধার করে তৎক্ষণাৎ সিএনজি যোগে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষনা করে।
উক্ত ঘটনায় আসামী গ্রেফতারে অভিযানে নামে সিপিসি-২, পাবনার একটি আভিযানিক দল। কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র‍্যাবের আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সদর থানার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত মোঃ রফিকুল ইসলাম ওরফে কাটা রফিক (৩৮), পিতা-মৃত আব্দুর রহিম প্রামানিক, সাং-মনোহরপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনাকে গ্রেফতার করে। পরবর্তীতে আভিযানিক দলটি পাবনা জেলার সদর থানার বাবুলচড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত মোঃ সোহেল রানা (৩২),পিতা-মোঃ মুকুল হোসেন, সাং-বাবুলচড়া,থানা- পাবনা সদর, জেলা-পাবনাকে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উক্ত আসামীদ্বয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

স্বাক্ষরিত-মোঃ এহতেশামুল হক খান(মেজর),কোম্পানি কমান্ডার র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com