বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি:
পাবনা র্যাব কর্তৃক ৩৩০ বোতল (২০০ লিটার) দেশীয় তৈরী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ২২/১২/২০২২ ইং তারিখ ১১.৩০ ঘটিকায় সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “পাবনা জেলার ঈশ^রদী থানাধীন ট্রাফিক মোড় সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ব্রাদার্স ফার্মেসী এর সামনে পাকা রাস্তার উপর” একটি মাদক উদ্ধার অভিযান চালিয়ে ৩৩০ বোতল (২০০ লিটার) দেশীয় তৈরী মদ, ০১টি ব্যাটারী চালিত রিক্সা, ০১টি মোবাইল ফোন, ০১টি সিমকার্ডসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীঃ মোঃ রেজাউল করিম (৪১), পিতা-মৃত কালু শেখ, সাং-জামতলী পিয়ারাখালী, থানা-ঈশ^রদী, জেলা-পাবনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য দেশীয় তৈরী মদ বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাহাকে পাবনা জেলার ঈশ^রদী থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত-কিশোর রায়, সিনিঃ সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, র্যাব-১২, সিপিসি-২, পাবনা।