শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এস এম আলম, পাবনা :
পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় পাবনা সদরের বাস টার্মিনালএলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মান মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকরায় ০৪টি পরিবহনকে মোট ৪.৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং হাইড্রোলিকহর্ন জব্দ ও ধ্বংস করা হয়। কিছু পরিবহনের চালকদেরকে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়। এ ছাড়া শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার এবং প্রসিকিউশন প্রদানকরেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। এসময় জেলা পুলিশ পাবনার একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। শব্দ দূষণ নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে।