বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এম মনিরুজ্জামান, সুজানগর পাবনা:
পাবনা সুজানগর থানা পুলিশ পাঁচ ঘণ্টার অভিযানে চোরাই কৃত মোটরসাইকেল সহ তিন চোর কে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা আসামি হলো সুজানগর থানার রাধানগর গ্রামের টিপু প্রামাণিকের ছেলে সানি (১৯),বেড়া থানার বাগসোহা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে রাসেল (২৪), সোনা পদ্মা গ্রামের শাহ আলম শেখের ছেলে সোহেল রানা ওরফে সাদ্দাম (৩১)।সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান জানান,পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী মহোদয়ের নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও সকল প্রকার অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর থানার একটি অভিযানিক দল কর্তৃক ২৬/১১/২০২২ তারিখ পাবনা জেলার আমিনপুর ও বেড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজন সংঘবদ্ধ মোটরসাইকেল চোরকে চুরি কৃত মোটরসাইকেল সহ আটক করা হয়েছে। তিনি আরো জানান, চোররা সুজানগর থানার সাতবাড়ীয়া বাজার হইতে গত ইং ২৫/১১/২০২২ তারিখ জুম্মার নামাজের সময় মোটরসাইকেলটি চুরি করে পাবনা জেলার বেড়া থানাধীন বাকসোয়া গ্রামে নিয়ে যায়। তথ্য প্রযুক্তির মাধ্যমে উক্ত মোটরসাইকেল টি বেড়া থানাধীন বাগসোহা গ্রাম হইতে উদ্ধার করা হয়। তাদের সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।