এম মনিরুজ্জামান, পাবনা:
” নির্ভুল জন্ম মৃত্যু নিবন্ধন করব,শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনার সুজানগর পৌরসভার আয়োজনে,জন্ম নিবন্ধন প্রতিটি শিশুর নাগরিক অধিকার শ্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা টি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, কাউন্সিলর আব্দুল হাই, প্রধান সহকারী মাসুদ রানা, হিসাবরক্ষক কর্মকর্তা হেদায়েতুল ইসলাম মিঠু,স্যানিটারী ইন্সপেক্টর আমিরুল ইসলাম, পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল আক্তার, লাইসেন্স পরিদর্শক কর্মকর্তা সুব্রত কুমার কুণ্ডু, টিকাদান সুপারভাইজার রেজোওয়ানা সারমীন, স্বাস্থ্য সহকারী রওশন আরা, মাসুম পারভেজ প্রমুখ।