শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা থেকে :
১৪ই এপ্রিল, শুক্রবার সকাল ১১ টায় নন্দন তিন এ উইন্ডোজ দ্বারা প্রযোজিত এবং নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জী ধারা পরিচালিত ফাটাফাটি সিনেমার ট্রেলার লঞ্চ হলো ১২ই মে এই সিনেমার শুভ মুক্তি আর কয়েকটা দিন তারপরেই দর্শকদের ও সিনেমা প্রেমীদের কাছে কতটা প্রিয় এই সিনেমাতে বোঝা যাবে।,। নন্দিতা রায় অনিন্দ্য মুখার্জির বই মানেই বাংলা সিনেমা আলোড়ন সৃষ্টি করে চলেছে, এখন ওই পর্যন্ত বইয়ের সাবস্ক্রাইব সারা ফেলে দিয়েছে দর্শকদের মনে, ব্রহ্মা জানেন গোপন সমনটি এবং বাবা বেবি ও এর পরে অরিন্দম মুখার্জির তৃতীয় ছবি গল্পটি ফুলোরা ভাদুড়ি কে নিয়ে ঘিরে আবর্তিত হয়েছে, শহরতলীর একজন দর্জিকে ডিজাইনের প্রতিভাধর অনুভূতির সাথে ঠাট্টা করা হয় ,বাড়ির দিকে থাকার জন্য তিনি কি প্রতিকূলতা সত্ত্বেও একজন ফ্যাশন প্রভাবশালী হতে পারেন। এই ছবিতে অভিনয় করেছেন, রিতাভরী চক্রবর্তী, আবির চ্যাটার্জী, পরিচালক অরিত্র মুখার্জী, অভিনেতা সংঘশ্রী সিনহা, দেবশ্রী গাঙ্গুলী অরিজিৎ মুখার্জি অসমি ঘোষ সহ অন্যান্যরা