শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
বাহার উদ্দিন, ফুলপুর ময়মনসিংহ :
ফুলপুর থানায় মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য বরাদ্দকৃত গৃহের কাজ নির্মাণ শেষে অদ্য ১০এপ্রিল রোজ রবিবার গৃহের বরাদ্দকৃত হতদরিদ্র মৃত সখিনা খাতুন (৭৩), স্বামীঃ মৃত তাহের আলী, পিতা-মৃত ছমেদ আলী, গ্রাম বাঁশাটি, ফুলপুর থানা,ময়মনসিংহ জেলা এর নাতনি রোকসানা খাতুন স্বামী মানিক মিয়া গ্রাম বাঁশাটি থানা ফুলপুর জেলা ময়মনসিংহ এর নিকট “স্বপ্নের নীড়”আনুষ্ঠানিক ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে রোখসানা সহ তার পরিবার কে।
ইতিমধ্যে উক্ত সময় উপস্থিত ছিলেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ কর্মকর্তা মানবিক ওসি জনাব আব্দুল্লাহ আল মামুন মহোদয় ও ফুলপুর থানার ইন্সপেক্টর অফ (তদন্ত) কর্মকর্তা জনাব মোতালিব চৌধুরী সহ থানার পুলিশ সদস্য বৃন্দ। সরেজমিনে দেখা যায় ফুলপুর থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহ আল মামুন মহোদয় সব সময় গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দিয়ে থাকেন এবং সাংবাদিক সহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের ডাকে সব সময় তিনি এগিয়ে আসেন ও সার্বিকভাবে সাহায্য ও সহযোগিতা করে থাকেন।
” মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” উক্ত শ্লোগান কে সামনে রেখে তিনি বলেন সবার পাশেই পুলিশ সব সময় আছে, ভবিষ্যতে ও থাকবে।