শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মো. মোরসালিন ইসলাম,ফুলবাড়ী:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের কাজিহাল ইউনিয়নের আটপুকুর হাট ও বাজার মনিটরিং করেন। সরকারি নির্ধারিত মূল্যে ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করা হয়েছে। আজ শনিবার বিকালে উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার ভূমি নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ঝড় বৃষ্টি বাঁধা ভেদ করেও বাজার মনিটরিং করেন।এসময় ফুলবাড়ী থানার এসআই মো. মুক্তাদিরসহ চৌকোস টিম উপস্থিত ছিলেন, ২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করেন । ব্যবসায়ীকে সচেতন করেন। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিচ্ছে কিনা সঠিকভাবে ক্রেতাদের কাছ থেকে তদারকি করেন উপজেলা প্রশাসন । সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কেউ যদি বেশি দাম নেয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।