শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় “তারুণ্যের উৎসব ২০২৫”: আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে নবাগত জেলা প্রশাসকের কর্মদিবস শুরু!! গোবিন্দগঞ্জে ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ১২০ শিক্ষার্থীদের পথচলা পুরাতন কাঠের তৈরি সাঁকো ভাঙ্গলেই সমস্যা হবে শেরপুরে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টা মাদক সমাজের ক্যান্সার এটা প্রতিরোধে প্রশাসনের অনিহা-শিমুল বিশ্বাস গণমাধ্যমে বিকৃত তথ্য প্রচার ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকে প্রতিবাদী ব্রিফিং কৃষি অফিসের সামনে থেকে প্রণোদনার সার-বীজ পাচার রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না-সারজিস আলম গাবতলীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ এই জনপদকে যারাই পদদলিত করেছে বাঙ্গালি তাদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে-শিমুল বিশ্বাস

ফ্রেন্ডস অফ ট্রাইবালস সোসাইটি এফ টিএস এর উদ্যোগে একল সঙ্গিনী ২০২৩ এর প্রদর্শনীর শুভ সূচনা হলো

Reading Time: 2 minutes

শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
৩১ শে জুলাই সোমবার, সকাল ১১:৩০ টায়, কলকাতার তাজ বেঙ্গলে , আজ শুভ সূচনা হলো একল সঙ্গিনী, যুব শাখার সাথে ফ্রেন্ডস অফ ট্রাইবলস সোসাইটির, মহিলা সমিতির দ্বারা আয়োজিত ,একটি অন্যান্য জীবনধারা প্রদর্শনী দ্বিতীয় সংস্করণ উপস্থাপিত হল, এফ টি এস হল, ভারতের বৃহত্তম এনজিও গুলির মধ্যে একটি, যা ১৯৮৯ সাল থেকে কাজ করছে, বর্তমানে ৩৭টি মহিলা সমিতির সাথে ভারত জুড়ে ৩৮টি অধ্যায়ের মাধ্যমে কাজ করছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল স্বাক্ষরতা, আরোগ্য, উন্নয়ন শিক্ষা ,মূল্যবোধ শিক্ষা এবং গ্রাম উন্নয়ন, এই পাঁচটি গুণ বিশিষ্ট উন্নতির জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করা হলো। সংস্থাটির লক্ষ্য , প্রকল্পগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া মহিলা সমিতির অন্যান্য বড় প্রকল্পগুলির মধ্যে রয়েছে, সেবাব পত্র, কুটির উদ্যোগ এবং শবরি বস্তি যা তাদের সর্বশেষ প্রকল্প,এই সুন্দর প্রদর্শনীর শুভ সূচনা করেন, বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জয়া রাঠোর, এবং উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা, বলিউড পরিচালক সৌমিক সেন, রাজর্ষি দে, অভিনেত্রী মল্লিকা ব্যানার্জি, রাহুল দেব বোস অভিনেতা, ইশু হীরো ওয়াত , মিসেস ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ২০২২, দ্বিতীয় রানার আপ অনুরাধা কাপুর, প্রেসিডেন্ট ডাবলু আই সি সি আই, লেখক কবি ও চলচ্চিত্র পরিচালক ইমরান জাকি, এফ এ সি ই এস এর সভাপতি এবং অন্যান্যরা।একল সঙ্গিনী হল একটি প্লাটফর্ম, যার একটি বৃহত্তর উদ্দেশ্য , ফ্যাশন লাইফ স্টাইল এবং গৃহসজ্জা শিল্পের কিছু বড় ব্যান্ডের সাথে হাত মেলানো এবং ফ্যাশন ডিজাইনারদের একত্রিত করা ও সংগঠনের মিশনের সাথে পরিচিত করা।মিডিয়া বন্ধুদের সাথে কথা বলতে গিয়ে শ্রীমতি পুষ্পা মুদ্রা জানান কলকাতার কলকাতার তাজ বেঙ্গলে এই ধরনের একটি প্রদর্শনী করতে পেরে আমি সকলের কাছে কৃতজ্ঞ। একলের সকলের পক্ষ থেকে আমরা এখানকার স্টলহোল্ডার ,দর্শনার্থী, প্রভাবশালী, অতিথি , স্পনসর দের অটুট সমর্থনের জন্য আমাদের গভীর কৃতজ্ঞতা জানাতে চাই। এছাড়াও কৃতজ্ঞতা জানাতে চাই এফ টিএসের পুরো টিমকে ,আমাদের মিশনের অংশ হওয়ার জন্য, আমরা যাদের সেবা করি তাদের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের সাহায্য করেছে , বিভিন্ন প্রকল্প এবং উদ্যোগকে বাস্তবায়ন করতে আমাদের সাথে যেভাবে সহযোগিতা করেছেন, আমরা সত্যিই সকলের কাছে ঋণী, সকলের সহযোগিতা ছাড়া কখনোই কোন জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সামাজিক সমস্যা গুলিকে মোকাবিলা করে এবং আমাদের সম্প্রদায়ের সুবিধা বঞ্চিতদের উন্নতি করায় আমাদের সংকল্প, আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ালে আমরাও প্রকল্পগুলিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং বেশ কিছু পরিবার উপকৃত হবে।এই সুন্দর প্রদর্শনীর অনুষ্ঠানে ,যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের মধ্যে মূল অংশে ছিলেন, পরামর্শদাতা প্রতিভা বিনানি, পুষ্পা মুদ্রা ঋতু আগরওয়াল এছাড়াও ছিলেন অলকা মোদী, কিরণ সারাওগি, করুণা লোহিয়া ,শীলা চিটলাঙ্গী, হিন্দু ডালমিয়া, উর্বশী রাস্তোগী, নিলাম পাটোয়ারী ,অনুশ্রী বেহানি, গৌরব বাগলা ,বিকাশ পোদ্দার সহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com