শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
রাকিব মাহমুদ ডাবলু ,কাহালু:
বগুড়া কাহালু উপজেলার রাজধানী মুরইল বাসস্ট্যান্ডে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ভেজাল লাচ্ছা সেমাই এবং ভেজাল লাচ্ছার জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে মোঃ শাহজামাল নামের এক ব্যবসায়ী। সে বগুড়া জেলার কাহালু উপজেলার মৃতঃ আব্দুর রহমান এর ছেলে। এতে হুমকির মুখে পড়তে পারে জনস্বাস্থ্য। এছাড়াও বি এস টি আই এর অনুমোদন বিহীন এবং কোন কাগজ-পত্র ছাড়াই সরকারি অনুমোদন ছাড়া নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে এ সব লাচ্ছা সেমাই। যা বাজার ছেয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। কারখানায় গিয়ে দেখা যায়,কয়েকজন শ্রমিক কোনো ধরনের সেফটি ইকুইপমেন্ট ছাড়াই ঘরের মেঝের উপর মাছিতে ভরা,নোংরা ও ময়লা যুক্ত স্থানে ঘামে ভেজা শরীর নিয়ে কাজ করছে। তার পাশেই কয়েক দিনের পুরোনো কালো তেলে চলছে সেমাই ভাজার কাজ। নিম্নমানের পাম অয়েল দিয়ে সেমাই ভাজলেও বলা হয়ে থাকে সয়াবিন তেলের কথা। এ প্রসঙ্গে কারখানার মালিক মোঃ শাহজামালের সাথে কথা বলে সে জানায় যে,আমার কোন কাগজ-পত্র এবং অনুমোদন লাগে না। কারণ কাহালু উপজেলা নির্বাহী অফিসার আমার নিজস্ব লোক সে আমাকে এভাবেই কাজ চালিয়ে যেতে বলেছে। অএ সচেতন মহলের নিকট থেকে আরো জানাযায় যে,স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এমন অপকর্ম নির্দ্বিধায় প্রকাশে দিবালোকে এসব কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেন সচেতন মহলের অনেকেই। ভেজাল পন্যের বাজার জাতকরণ যেন না হতে পারে সে বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন । এ প্রসঙ্গে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান সাহেব এর সাথে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন,উক্ত শাহজামাল সে আমার কোন পরিচিত লোক না এবং কোন অবৈধ কার্য্যক্রম করার কথাও বলিনি। উক্ত বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে নিশ্চিত করেন তিনি।