মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:০১ অপরাহ্ন
Reading Time: 2 minutes
মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
বগুড়া জেলার ধুনট উপজেলায় গত ১৬/০৯/২১ইং স্মার্টকার্ড বিতরণ শুরু হয় এবং ০৬/১২/২১ইং বিতরণ শেষ হবে। এর মধ্যে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিতরণ আগেও শেষ হতে পারে অথবা কিছুদিন বন্ধ থাকতেও পারে, বললেন ধুনট উপজেলার নির্বাচন অফিসার মোকাদ্দেছ আলী। ইতিমধ্যে দশটি ইউনিয়নের মধ্যে কয়েকটি ইউনিয়নে স্মার্টকার্ড বিতরণ যথানিয়মে সুষ্ঠভাবে করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় স্মার্টকার্ড গ্রহনে সববয়সী সকলের মাঝে উৎসাহ উদ্দীপনা মুলুক। বিশেষ করে যুবক যুবতীদের মাঝে স্মার্টকার্ড গ্রহন ছিলো বেশ গুরুত্বপুর্ন একটা বিষয়। ধুনট পৌরসভা সহ দশটি ইউনিয়নে পর্যায়ক্রমে একযোগে এই স্মার্ট কার্ড বিতরণ করা হবে। ধুনট উপজেলার নির্বাচন অফিস আয়োজিত ও বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক এর সভাপতিত্বে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন আইডেন্টিটিফিকেশন সিস্টেম ফর এনহেন্সিং একসেস টু সার্ভিসেস” (আইডিএ ২য় পর্যায়)-এর মাননীয় প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনাব আবুুল কাশেম মোঃ ফজলুল কাদের। ১৬/০৯/২১ তারিখ সকাল ১০ টায় ধুনট পৌরসভা চত্বরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বিতরণ অনুষ্ঠানটি সুত্রপাত হয়। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সন্জয় কুমার মহন্ত ধুনট উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড বরকত উল্লাহ, মোঃ ফরিদুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রাজশাহী অঞ্চল। সুদীপ কুমার চক্রবর্ওী, বিপিএম-সেবা, পুলিশ সুপার, বগুড়া। মোঃ মাহবুব আলম শাহ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, বগুড়া।এ জি এম বাদশাহ, মেয়র, ধুনট পৌরসভা। ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভোটারদের মধ্যে এই স্মার্ট কার্ড বিতরণ করা হবে। প্রধান অতিথি তার বক্তব্যে স্মার্ট কার্ডের বিভিন্ন প্রয়োজনীয়তা ও সামরিক বাহিনীর মাধ্যমে কেনো জাতীয় পরিচয় পত্র বিতরণ বিস্তারিত তুলে ধরে ছিলেন। চার স্তর বিশিষ্ট পেপার, চিপস ও ৪৬ তথ্য সম্বলিত স্মার্ট কার্ড ২৪ টি গুরুত্বপূর্ণ কাজে ব্যাবহৃত হবে বলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান। স্মার্ট কার্ডের আইনি গুরুত্ব ও ব্যাবহার সম্পর্কে জানান বগুড়া পুলিশ সুপার। সুশৃঙ্খল ভাবে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত করতে, ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালাকে সার্বিক সাহায্য সহযোগিতা করে ছিলেন, ওসি তদন্ত জাহিদুল হক, এস আই রুহুল আমিন, আসাদুজ্জামান, এ এস আই আবদুল আজিজ, আওয়াল, মহিলা পুলিশ এর মধ্যে এলিনা সহ অন্যান্য মহিলা পুলিশ, পুরুষ কনস্টেবল প্রমুখ। স্মার্টকার্ড বিতরণের শুভসূচনায় এর ব্যাবহার গুরুত্ব, প্রয়োজনীয়তা, উপকারীতার ব্যাপক প্রচারেই আজ সকলের মাঝে স্মার্টকার্ড গ্রহনযোগ্যতা আজ এই উৎসাহ উদ্দীপনায় পরিক্ষিত। বৃহস্পতিবার গোসাইবাড়ী ডিগ্রি কলেজের প্রাঙ্গনে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মাঈনুল ইসলাম মুকুল, ধুনট নির্বাচন অফিসার মোকাদ্দেছ আলী, ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণসম্পাদক আবু সালেহ স্বপন, ইউপি সচিব মিজানুর রহমান এর উপস্থিতিতে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধনের মধ্যে দিয়ে সকলের উৎসাহ উদ্দীপনারই বহিঃপ্রকাশ ঘটে।