রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস,বরানগর:
১৩ ই আগস্ট রবিবার, সকাল 11 টায়, রামকৃষ্ণ পালের উদ্যোগে এবং পরিচালনায় মল্লিক করনি, সার্বজনীন দুর্গোৎসব কমিটির ৭৪ তম খুঁটি পুজো শুভ সূচনা হলো, পূজা অর্চনা ,মন্ত্রপাঠের মধ্য দিয়ে এই খুঁটিপুজোর শুভ সূচনা হয়। ক্লাবের সকল সদস্য , ও মহিলা সদস্যরা উল্লাসের মধ্য দিয়ে এই পুজোর আনন্দ উপভোগ করেন।
উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয় উপস্থিত ছিলেন বিধায়ক তাপস রায় মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন ৭০ ও ৮০ দশকের ক্রীড়াবিদ ভাস্কর গাঙ্গুলী ও কার্তিক সেঠ, এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী লোকনাথ সাহা, উপস্থিত ছিলেন বরানগর পৌরসভার পৌর মাতা শ্রীমতি অপর্ণা মৌলিক, এছাড়াও উপস্থিত ছিলেন পৌর পিতা দিলীপ নারায়ণ বসু, অঞ্জন পাল, জয়ন্তী রায় ,শম্পা কুন্ডু ,উষা বেরা ,রুমা দত্ত, নিবেদিতা বসাক সহ অন্যান্যরা,দিনটি সকলের কাছে একটা আনন্দের বিষয়, কারণ আজ থেকেই সকল সদস্যদের মনে একটা পুজোর গন্ধ ও ছোঁয়া লাগলো , পুজো মানেই বাঙ্গালীদের বড় পুজোর দুর্গাপুজো, আর মাত্র কয়েকটা মাস, এই খুঁটি পুজো দিয়েই ক্লাব সদস্যদের পুজোর আগমন শুরু হয় শুরু হয় তোড়জোড় এবং প্যান্ডেল তৈরির কাজ, এবং থিমের সূচনা,ক্লাবের কর্মকর্তা সেই ভাবে কিছু প্রকাশ করতে চাননি, এবারের থিম নিয়ে ,কারণ তিনি জানান এটা আমাদের কাছে একটা চমক হয়ে থাকবে ,এই মুহূর্তে আমরা প্রকাশ করতে চাইছি না। আগের বছর এই ভাবেই তারা চমক দিয়ে বেশ কয়েকটি সম্মান ছিনিয়ে নিয়েছিলেন ,এবারও তারা একই পদ্ধতি অবলম্বন করতে চাইছেন , প্রকাশ করতে চাইছেন না, এটা দর্শকদের কাছে একটা চমক আনবে বলে আশা করা যায়, নতুন কিছু করে দেখাতে চায়, বরানগর মল্লিক কলোনী সার্বজনীন দুর্গোৎসব কমিটি।