শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ ইমরান ইসলাম,নওগাঁ:
বিএনপির আমলে সারের দাবীতে আন্দোলনরত ১৮ জন কৃষককে গুলি খেতে হয়েছে। কানসাটে বিদ্যুতের দাবীতে আন্দোলনরত সাধারণ জনগণকে গুলি করে হত্যা করেছে। ২০১৪ সালে অগ্নিসন্ত্রাস করে দেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। শেখ হাসিনা আছে বলেই, দেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।বৃহস্পতিবার সকালে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এই মন্তব্য করেন।সাধন চন্দ্র মজুমদার বলেন, ২০০৮ সালের আগে নিয়ামতপুর, পোরশা সাপাহারে কোন রাস্তা এক কিলোমিটারও পাকা ছিল না। শ্রমিকদের মজুরী ছিল ৫০ থেকে ৬০ টাকা। তখন চাল ছিল প্রতি কেজি ৪০ টাকা। একদিনের মজুরী দিয়ে সোয়া কেজি চাল কিনতে পারত শ্রমিকেরা। আর এখন একজন শ্রমিকের মজুরী ৫০০ থেকে ৬০০ টাকা। চাল প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকা।মন্ত্রী আরোও বলেন, আপনারা একটি কথা স্পষ্ট জেনে নিন, আগামী সংসদ নির্বাচন কোন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না। শেখ হাসিনার অধীনেই হবে নির্বাচন। বর্তমান সরকার দেশে যত উন্নয়ন করেছে আগামী নির্বাচনে দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই।নিয়ামতপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব হাসান মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।