বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন

News Headline :
ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের অনিয়ম রংপুরে হারাগাছে ভূয়া আত্মীয় পরিচয় দিয়ে মামলাকারীর মামলা প্রত্যাহার ও জড়িতকে গ্রেফতারের দাবি প্রবাসী যুবকের সাথে প্রতারণা করে অর্ধযুগের কষ্টার্জিত আয় আত্মসাতের অভিযোগ এক নারীর বিরুদ্ধে পরীক্ষামূলকভাবে চালু হলো যমুনা রেলওয়ে সেতু পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিতে নয়-ছয়; রাবিতে ফের আন্দোলনের প্রস্তুতি রাজশাহীতে পারিবারিক পুষ্টি বাগানে স্বাবলম্বী হচ্ছে গ্রামীণ প্রান্তিক নারীরা পাবনা প্রেসক্লাবের অনিয়ম তদন্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কমিটি গঠন মহানগরীতে স্বর্ণের দোকানে চুরির অভিযোগে জনতার হাতে আটক নারীকে পুলিশে সোপর্দ পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করলো হাবিপ্রবি ছাত্রশিবির মানুষকে যারা কষ্ট দেয় তাদেরকে পরিহার করুন : এ.কে.এম. আমিনুল হক

বিবাহের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণ! বাগমারার ধর্ষক রায়হান মেহেরপুরে গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
বিবাহের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী যুবতীকে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী মোঃ আবু রায়হানকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-৫ শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় মেহেরপুর সদর থানাধীন কলেজমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ আবু রায়হান, রাজশাহীর বাগমারা থানার লাউবাড়িয়া গ্রামের মোঃ ওয়াজেদ আলীর ছেলে।
রবিবার (৩ ডিসেম্বর) সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, মোঃ আবু রায়হান ভুক্তভোগী যুবতীর প্রতিবেশী চাচাত ভাই। সে সুবাদে তারা পূর্ব পরিচিত এবং যুবতীর সাথে রায়হানের প্রেমের সম্পর্ক গড়ে তুলে। সেই সম্পর্কের জেরে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে যুবতীকে ডেকে নিয়ে গিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে প্রায়ই ধর্ষণ করতো রায়হান। বিবাহের জন্য চাপ দিলে যুবতীর কোন কথায় কর্ণপাত করতো না প্রেমিক রায়হান। একপর্যায়ে (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বাগমারা থানাধীন দ্বীপপুর ইউপির লাঘবাড়িয়া গ্রামে যুবতীর বসত বাড়ির শয়ন কক্ষে প্রবেশ করে রায়হান। ওই সময় সে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে জোরপূর্বক ধর্ষণ করে। যুবতী রায়হানকে বিয়ের জন্য চাপ দিলে ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে যায়। এ ঘটনায় যুবতী বাদী হয়ে রাজশাহীর বাগমারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে ধর্ষক আবু রায়হান আত্বগোপনে চলে যায়। পরে মামলার তদন্তকারী অফিসার ধর্ষক আবু রায়হানকে গ্রেফতারের জন্য র‌্যাব-৫, বরাবর মামলার কাপি প্রেরণ করেন। মামলার কপি গ্রহণের পর র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পরিচালক, সঞ্জয় কুমার সরকার সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহী এবং সহকারি পরিচালক মোঃ মনিরুজ্জামান, সিপিসি-৩, মেহেরপুর, র‌্যাব-১২, এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় মেহেরপুর সদর থানাধীন কলেজমোড় এলাকা থেকে ধর্ষককে গ্রেফতার করা হয়। রবিবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com