বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এস এম আলম, পাবনা:
বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ১ বছর পূর্ণ হলো ৪২ তম বিসিএস এর চিকিৎসকবৃন্দের। গত ২৮ ফেব্রুয়ারী ২০২২ তারিখে যোগদানের পর ১ বছর সফলতার সাথে জনগনকে চিকিৎসা সেবা প্রদান করে আজ ২৮ ফেব্রুয়ারী ২০২৩ বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়। পাবনা সিভিল সার্জন অফিসে, সিভিল সার্জনের উপস্থিতিতে কেক কেটে আনন্দের সাথে দিনটি উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন, পাবনা জেলার সিভিল সার্জন ডাঃমনিসর চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃখায়রুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাঃ ডাঃ জান্নাতুল ফেরদৌস (পাবনা সদর), ডাঃ এফ এ আসমা খান (ঈশ্বরদী), ডাঃ ওমর ফারুক বুলবুল (চাটমোহর), ডাঃ হালিমা খানম (ভাক্সগুড়া), ডাঃ সানজিদা মুজিব (সুজানগর), ডাঃ ফাতেমাতুয জান্নাত (বেড়া), ডাঃ মোঃ মনজুর রহমান (ফরিদপুর), ডাঃ সুজয় সাহা (সাথিয়া), ডাঃ মোঃআবদুলআল আজিজ (আটঘরিয়া)। এ ছাড়াও উপস্থিত ছিলেন ৪২ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে পাবনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে কর্মরত চিকিৎসকবৃন্দঃ ডাঃ লাফিজুর রহমান উচ্ছাস, ডাঃ বেলাল হোসেন, ডাঃনাজিয়া স্মরণীকা, ডাঃ সরোয়ার হোসেন, ডাঃ মারুফ রহমান, ডাঃ সুরাইয়া মতিন, ডাঃ সুমাইয়া রহমান, ডাঃ সুদীপ্ত সপ্তর্ষি। এতে সকলে আগামী বছর গুলোতে ও তাদের সেবাদান কার্যক্রম অব্যহত রেখে জনগনেরপাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।