সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, বেনাপোল যশোর:
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রনয় ভার্মা বেনাপোল-পেট্রাপোল বন্দর ও চেকপোষ্ট এলাকা পরিদর্শন করেছেন। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্যিক কার্যক্রম ও পাসপোর্ট যাত্রী যাতায়াতে সুবিধা-অসুবিধা সরেজমিনে দেখতেই বৃহস্পতিবার (২৩ ফেব্রæয়ারি) দুপুরে তিনি বেনাপোল কাস্টমস হাউজ, বন্দরের বিভিন্ন শেড, চেকপোষ্ট ইমিগ্রেশন ও বেনাপোল-পেট্রাপোল নো-ম্যানসল্যান্ড এলাকা পরিদর্শন করেন। হাইকমিশনার প্রনয় ভার্মা এবং মনু ভার্মা বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছালে সেখানে তাকে অভ্যর্থনা জানান কাস্টমস, বন্দর, প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও ব্যবসায়িক নেতারা। হাইকমিশনারের বেনাপোল বন্দর পরিদর্শন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। হাইকমিশনার বেনাপোল পৌঁছালে সফরের সঙ্গে যুক্ত হন বাংলাদেশ ল্যান্ড পোর্ট চেয়ারম্যান সরোয়ার আলম, বেনাপোল কাস্টমসের কমিশনার আব্দুল হাকিম, সহকারী কমিশনার আব্দুর রশিদ মিয়া, বন্দরের সহকারী পরিচালক আব্দুল জলিল,উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, সার্কেল এএসপি নিশাত আল নাহিয়ান প্রমুখ। তিনি ভারত-বাংলাদেশ গমনাগমনকারী পাসপোর্ট যাত্রীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।