admin
- ২৭ জানুয়ারী, ২০২৩ / ১০০ Time View
Reading Time: < 1 minute
মাহবুব খান, শিবপুর নরসিংদী :
কর্মক্ষেত্রে সাধারণ চাকরিজীবীদের ছুটি থাকলেও কৃষকদের কোনো ছুটি নেই। একটার পর একটা কৃষিকাজ লেগেই থাকে। আর কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয় কৃষকদের। আমন ধান কাটার পরে শুরু হয়ে যায় বিভিন্ন কৃষি আবাদ। শাক-সবজি, গম, ভুট্টাসহ নানা ধরনের চাষাবাদ শেষ হতে না হতেই আবার শুরু হয়ে যায় বোরো ধান রোপণের সময়। এখন বোরো ধান লাগানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন নরসিংদীর শিবপুরের চাষিরা। ঘণ কুয়াশা কেটে যাবার সাথে সাথে তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা অবধি বোরোর জমি তৈরী ও চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। কেউবা জমিতে হাল চাষ দিচ্ছেন। কেউবা বোরো ধানের চারা রোপন করছেন। যারা আগাম চারা রোপন করেছেন তারা সেই জমিতে সেচ দিচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়,
উপজেলার বড় দুটি হাওড় দোপাত্তর ও সমাইয়া,দত্তেরগাঁও মাঠের বন্দ,দুলালপুরের দরগার বোন্দ ও নিনগাঁও মাঠে প্রায় শেষের দিকে বোরো ধান রোপন। শ্রমিকের দাম বেড়ে যাওয়ায় ধান আবাদ করতে কৃষকদের কিছুটা অনীহা থাকলেও বুক ভরা আশা নিয়ে মাঠে নেমেছেন তারা। ২০২৩ সালের খাদ্যভাব দূর করতে সরকারের নির্দেশানুযায়ী কৃষকদের মধ্যে রয়েছে যথেষ্ট আন্তরিকতা।
এ বছর উপজেলায় ১০১৬৭ হেক্টর জমিতে বোরোধান রোপনের লক্ষ্য নিয়েছে উপজেলা কৃষি অফিস। তন্মধ্যে ৬৫০০ হেক্টর জমিতে বোরোধান রোপন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক জানান, কৃষি অফিস থেকে ৩৪০০ জন কৃষককে ধান বীজ ও সার দিয়ে সহায়তা করা হয়েছে।