শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন

News Headline :
দৌলতপুরে প্রবাসীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্রীবরদীতে রাস্তার উপর দোকানপাট ভোগান্তিতে জনসাধারণ কুষ্টিয়ায় দৌলতপুর ফিলিপনগর ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামি হৃদয় গ্রেপ্তার মা‌টিরাঙ্গায় প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিককে হারিয়ে ৩-২ গোলে বগুড়ার জয় সকল প্রস্তুতি শেষ তিনদিনব্যাপী সিরাজগঞ্জে জেলা ইজতেমা শুরু দুর্নীতির আর ঘুষ বানিজ্যের অভিযোগ আরডি’এ অথরাইজড অফিসার আবুল কালাম আজাদের বিরুদ্ধে মানুষ স্বৈরাচারমুক্ত করেছে দেশ এখন গড়ার পালা: তারেক রহমান রাজশাহীতে নার্সিং পরিক্ষা বানিজ্যের অভিযোগ রেজিস্ট্রার হালিমা ও ডেপুটি রেজিস্ট্রার নিলুফার বিরুদ্ধে তজুমদ্দিনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণসভা পাবনা র‌্যাবের অভিযানে ৭টি ডাকাতিসহ ১৫ টি মামলার আসামী

ভারতে ১৫ দিনেই আছড়ে পড়বে করোনার চতুর্থ ঢেউ? বাঁচার উপায় বাতলালেন বিশেষজ্ঞ

Reading Time: 2 minutes

সারাবংলা ডেক্স:
দেশে করোনা সংক্রমণ বাড়ছে এই পরিস্থিতিতে চতুর্থ ঢেউ নিয়ে উদ্বেগ বাড়ছে। বহু বিশেষজ্ঞের কথায়, করোনা নিয়ে এখনই উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। অন্যদিকে, বিশেষজ্ঞদের একাংশের কথায়, দোরগোড়ায় করোনার নতুন ঢেউ। এখন থেকেই পদক্ষেপের প্রয়োজন রয়েছে। এবার এই যাবতীয় জল্পনার মধ্যেই নতুন দাবি স্বাস্থ্য বিশেষজ্ঞ নীরজ মিশ্রের। ঠিক কী বলেছেন তিনি? জেনে নিন…
ফিরছে অতীতের ভয়াবহ স্মৃতি! দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে চরম উদ্বেগের কথা শোনালেন বিশেষজ্ঞ। আগামী ১৫ দিনের মধ্যে দেশে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়তে চলেছে, এবার এমনই মন্তব্য করলেন বিশেষজ্ঞ নীরজ মিশ্র। দক্ষিণ আফ্রিকায় চিহ্নিত হওয়া করোনার নতুন স্ট্রেনই চতুর্থ ঢেউয়ের কারণ হতে পারে, মতামত এই বিশেষজ্ঞের।

ঠিক কী বলেছেন নীরজ মিশ্র?
একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারতে মহারাষ্ট্র এবং দিল্লিতে করোনার নতুন ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছে। ওডিশাতেও খুব শীঘ্রই এই ভ্যারিয়্যান্টগুলি থাবা বসাতে চলেছে। অবিলম্বে সাধারণ মানুষকে সতর্কতামূলক পদক্ষেপ করা উচিত।” তিনি আরও বলেন, “যে সমস্ত ব্যক্তিরা করোনা টিকা নেয়নি বা যাঁদের কো মর্বিডিটি রয়েছে, তাঁরা এই মুহূর্তে বেশি সংকটে। তবে আতঙ্কিত হলে চলবে না। করোনা সংক্রান্ত বিধিনিষেধ যেমন মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি বজায় রাখা ইত্যাদি মেনে চলতে হবে।”

দেশে চতুর্থ ঢেউয়ের ভ্রুকুটির মধ্যেই কোভিশিল্ড তৈরি বন্ধ করল সেরাম!

দেশের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী!
এদিকে দেশে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৭ জন। দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩০ লাখ ৫৪ হাজার ৯৫২। শুধু কোভিড আক্রান্তের সংখ্যাই নয়, উদ্বেগ বাড়াচ্ছে কোভিড মৃত্যুও। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৩৩ জনের।
উল্লেখ্য, দেশে দিল্লির কোভিড গ্রাফ উদ্বেগ বাড়াচ্ছে। করোনার ঊর্ধ্বমুখী গ্রাফের বিষয়টি মাথায় রেখে মাস্ক সংক্রান্ত বিধিনিষেধ ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৪২ জন। গত ১০ ফেব্রুয়ারির পর থেকে দৈনিক সংক্রমণের নিরিখে এই পরিসংখ্যানই সর্বোচ্চ।মাস্কহীন মুখেই বাড়ছে বিপদ! করোনার বাড়বাড়ন্তের কারণ জানালেন বিশেষজ্ঞ।
ওমিক্রন প্রজাতি ও ওমিক্রনের ৯টি সাব ভ্যারিয়্যান্টকে রাজধানীতে করোনার বাড়বাড়ন্তের অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে। দিল্লিতে মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে, জারি করা হয়েছে এই নির্দেশিকাও। তাৎপর্যপূর্ণভাবে, বিশেষজ্ঞদের একাংশের কথায়, মাস্ক ছাড়াই এখন বাইরে বার হচ্ছেন বহু মানুষ। করোনা সংক্রমণ সামান্য কমার পর থেকেই বিধিনিষেধ সংক্রান্ত অসচেতনতা দেখা গিয়েছে।
তবে করোনার চতুর্থ ঢেউ দোরগোড়ায়, এই দাবি মানতে নারাজ বিশেষজ্ঞদের একাংশই। তাঁদের কথায়, দেশের সংক্রমণ বাড়ছে। সচেতন থাকার প্রয়োজন রয়েছে। কিন্তু, উদ্বেগ বা অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।
সুত্র: এই সময়, ইন্ডিয়া।
https://eisamay.com/

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com