আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল :
টাঙ্গাইলের মধুপুরে মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারমম্যান মহি উদ্দিনের বিরুদ্ধে আনিত মামলা প্রত্যাহার ও দুই জন ইউপি সদস্যের নিঃশর্ত মুক্তির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় আশ্রা বাজারে মহিষমারা ইউনিয়নবাসীর ব্যানারে এ মানব বন্ধন করেছে মহিষমারা ইউনিয়নের নারী পুরুষ ও শিশুরা। সকাল সাড়ে ১১ টায় মানব বন্ধন শুরু হয়। রাস্তার দু’পাশে ব্যানার ফ্যাস্টুন নিয়ে দাঁড়িয়ে তারা মানব বন্ধন অংশ নেন। এ সময় তারা তাদের চেয়ারম্যান মহি উদ্দিনের নামে আনিত মামলা প্রত্যাহার ও দুই ইউপি সদস্য শরাফত আলী শিকদার ও জুয়েল রানার নিঃশর্ত মুক্তি দাবি করেন। মানব বন্ধন কয়েক হাজার নারী পুরুষ শিশুসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করেন। মানব বন্ধন শেষে আশ্রা বাজারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আলোকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক হোসেন খান,মহিষমারা ইউপি সদস্য মুসলিম উদ্দিন,আরশেদ আলী, জাকির হোসেন,মহিলা সদস্য কামরুন্নাহার, হামিদা বেগম, দুদজান বেগম, ঘাটাইলের রসুলপুর ইউনিয়নের ইউপি সদস্য বারিক সরকার ব্যবসায়ী শাজাহান কবির, ফরমান আলী, শাহজাহান, মজনু,প্রমুখ।