শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনা র‌্যাবের অভিযানে পর্নগ্রাফি মামলার পলাতক আসামী গ্রেফতার পিলখানা হত্যাকান্ড দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে দিয়েছে-রাকিন আহমেদ পাঁচবিবিতে বিএনপির দুই গ্রুপের প্রতিবাদ সমাবেশ ঘিরে প্রশাসনের ১৪৪ ধারা জারি শেরপুর জেলা আ’ লীগের সিনিয়র সহ সভাপতি চন্দন কুমার পাল আটক পাবনায় মানবকল্যাণ ট্রাস্টের ৪ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার পুনাক ও রাজশাহীর ক্ষদ্র উদ্যোক্তাদের পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন পাবনায় সাদ্দামের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় ছুরিকাঘাতে ৩জন আহত একজনের অবস্থা আশংকাজনক সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যা করে গাড়ি ছিনতাই আটক দুই কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার

মধুপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস

Reading Time: 2 minutes

আঃ হামিদ মধুপুর ,টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। শুক্রবার ৫১তম মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে থানা পুলিশের আয়োজনে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল ৭ টায় শহীদ মিনারে ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে সকল নির্যাতিত নারী, বীরমুক্তিযোদ্ধা ও বীর শহীদদের প্রতি বিনম্রশ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ফুলেল শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করার মধ্যদিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতার লাল সবুজের পতাকা ছিনিয়ে আনা সকল নির্যাতিত নারী, বীরমুক্তিযোদ্ধা ও বীর শহীদদের স্মরন করা হয়। পরে এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় রানী ভবানী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে শান্তির প্রতিক পায়রা, ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিন্যবাপী কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। উদ্বোধন শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, এবং অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন। পরে প্যারেড মাস্টার থানার এসআই মামুনুর রহমানের নেতৃত্বে পুলিশ, আনছার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ ও সালাম বিনিময় হয়। কুচকাওয়াজের পর ডিসপ্লে প্রদর্শিত হয়। শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিজয়ী দলের পুরুস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন , সহকারি কমিশনার (ভূমি) মো.জাকির হোসেন, মেয়র সিদ্দিক হোসেন খান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, মধুপুর , থানার অফিসার ইনচার্জ মাজহারুল আমিন বিপিএম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, বাপ্পু সিদ্দিকী, যুগ্ম সম্পাদক সাবেক মেয়র মাসুদ পারভেজ,সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন, বীরমুক্তিযোদ্ধাগন, উপজেলা আওয়ামীলীগ,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও দুপুরে বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতা, অনুষ্ঠিত হয়,। সন্ধায় মধুপুর অডিটোরিয়াম হলরুমে হুমায়ুন আহমদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক নাটকের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com