শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী মহানগরীতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু-সহ গ্রেফতার ৮ জুড়ীতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৮ পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা রংপুর বিএনপি ও আহবায়ক সামুর ভাবমূর্তি ক্ষুন্ন করতে জোরপূর্বক ভিডিও ধারণ করে অপপ্রচারের অভিযোগ মামলার বাদির নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক কুষ্টিয়ার নিখোজ ২ এএসআই এর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী ডালিম আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা

মধুপুর থানা কর্তৃক বিশেষ কাজের অবদানের জন্য ৪ গ্রাম পুলিশ পুরস্কৃত

Reading Time: < 1 minute

আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল:
টাঙ্গাইলের মধুপুরে বিশেষ কাজের অবদান রাখার জন্য ৪জন গ্রাম পুলিশকে পুরস্কৃত করলেন, মানবতার ফেরিওয়ালা খ্যাত মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে মধুপুর থানা প্রাঙ্গণে গ্রাম পুলিশদের নিয়মিত প্রশিক্ষণ শেষে বিশেষ কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এসময় থানার অন্যান্য অফিসারগন উপস্থিত ছিলেন।
বিশেষ কাজের অবদানের জন্য শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে যাদেরকে পুরস্কৃত করা হলো তারা হলেন, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের ময়না চন্দ্র দাস, মহিষমারা ইউনিয়ন পরিষদের আফিজ উদ্দিন, অরণখোলা ইউনিয়ন পরিষদের আব্বাস উদ্দিন ও শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের আলফাজ উদ্দিন। মধুপুর থানা ইনচার্জ মোল্লা আজিজুর রহমান যোগদানের পর থেকেই মধুপুর উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে যাচ্ছেন যা বিগত সময়ে পরিলক্ষিত হয়নি। তিনি গ্রাম পুলিশদের নতুন ভাবে গড়ে তুলতে প্রতি মঙ্গলবার বিশেষ প্রশিক্ষন ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। তিনি মনে করেন, গ্রাম পুলিশদের বিশেষ প্রশিক্ষনের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকার মাদক, চুরি, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং সহ বিভিন্ন অপকর্ম নির্মূল করা সম্ভব। এছাড়াও আগামী দ্বাদশ নির্বাচনে তাদের কি কি করনীয় সে বিষয়ে তিনি পরামর্শ প্রদান করেন। তার চার সপ্তাহের বিশেষ প্রশিক্ষন ও পরামর্শ প্রদানের কারণে আজ ৪জন গ্রাম পুলিশ বিশেষ কাজের অবদানের জন্য পুরস্কার পেলেন। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান।
বিশিষ্টজনেরা তার এই ভিন্নধর্মী উদ্দ্যোগের প্রশংসা করে বলেন, অতীতে গ্রাম পুলিশ নিয়ে এমন পরিকল্পনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের করতে দেখা যায়নি। নতুন ধারার এই উদ্যোগ তাদের কাজের গতিকে আরও বাড়িয়ে দিবে। তিনি মধুপুর থানা ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ, হাটবাজার ও শ্রমিক ফেডারেশন সহ পাড়া মহল্লায় গিয়ে অপরাধ দমনে সুপরামর্শ দিয়ে মধুপুরের সকল শ্রেণির মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com