বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আর কে আকাশ,পাবনা:
সোনতলা উত্তরপাড়া যুব সংঘের আয়োজনে মরহুম আলহাজ্ব এম. বেলাল হোসেন ফুটবল-২০২৩ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উল্লাপাড়া-সলঙ্গা থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী সলপ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার শওকাত ওসমান।বক্তব্যকালে তিনি বলেন, আমার বাবা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব এম. বেলাল হোসেন ছিলেন একজন আদর্শ শিক্ষক ও মানুষ গড়ার কারিগর। তিনি প্রায় ৩ দশক সলপ উচ্চ বিদ্যালয়ে অত্যান্ত সুনামের সাথে শিক্ষকতা করেছেন। এই অঞ্চলের শিক্ষা প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার হাতে গড়া শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে সুনামের সাথে কর্মরত রয়েছেন। আগামীতেও আমি মরহুম আলহাজ্ব এম. বেলাল হোসেন ফুটবল টুর্নামেন্ট ধারাবহিকভাবে আয়োজনের চেষ্টা করবো।এসময় বাঁধন হাসান বাপ্পী, ইউপি সদস্য জিল্লুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন।