সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
প্রেস বিজ্ঞপ্তি:
আজ ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে। বগুড়ার মহাস্থানগড় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মহাস্থান গড় প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু তার বক্তব্যে বলেন,বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতে অশুভ শক্তিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব পরিবারে হত্যা করে বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিলো।
কিন্ত তাদের স্বপ্ন বাস্তবে রুপ নেয় নি। পৃথিবী যতদিন থাকবে বাংলাদেশের ইতিহাসের বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।সোমবার সন্ধ্যায় মহাস্থানগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরনবী রহমান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শহিদুল ইসলাম আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মাহবুব, কোষাধ্যক্ষ গোলজার রহমান, দপ্তর সম্পাদক নুর ইসলাম জনি, প্রচার সম্পাদক জহুরুল ইসলাম সৈকত সহপ্রমূখ ।