শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ৩জনকে আটক করেছে পুলিশ। শনিবার(২মার্চ) রাত ১০ টার দিকে মাটিরাঙ্গা থানার একটি চৌকস আভিযানিক দল মাটিরাঙ্গা থানা এলাকায় মাদক দ্রব্য,অবৈধ অস্ত্র, চোরাচালান উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ০৬নং ওয়ার্ডের মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ হতে ইয়াবাসহ ৩জনকে আটক করেছে।
আটককৃতরা হলো-আকাশ বড়ুয়া(২৮), পিতা-প্রমতোষ বড়ুয়া, সাং-মিস্ত্রীপাড়া, ৮নং ওয়ার্ড। জয় বড়ুয়া(২৬), পিতা-রাজু বড়ুয়া, সাং-টিএন্ডটি টিলা, ৬নং ওয়ার্ড, উভয় মাটিরাঙ্গা পৌরসভা, থানা-মাটিরাঙ্গা। চেংলামো মার্মা (২৮) পিতা-থৈয়ারী মার্মা, সাং-বটতলী কালা দাবা, ৯নং ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা। দায়িত্বরত পুলিশ জানান, আসামীদের নিকট হতে ৫৩পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ তালিকা মূলে জব্দ করে আসামীদের গ্রেফতার পূর্বক থানা হেফাজতে নেয়া হয়।
গ্রেফতারকৃত আসামীগনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।