admin
- ২১ অক্টোবর, ২০২২ / ১৫৪ Time View
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গার খেদাছড়া ব্যাটালিয়ন(৪০বিজিবি) পলাশপুর জোন’র অধীনস্থ অযোধ্যা সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রীপিস জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার(২০ অক্টোবর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খেদাছড়া ব্যাটালিয়ন(৪০বিজিবি) পলাশপুর জোন এর অধীনস্থ অযোধ্যা বিওপি হতে নায়েক সুবেদার মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল টহল পরিচালনা করে আনুমানিক ৩’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে তরুনীপাড়া তেঁতুল গাছ নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় ১৬বস্তা ভারতীয় অবৈধ মালামাল আটক করে। খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন বিভিন্ন প্রকারের সর্বমোট ৭১টি ভারতীয় শাড়ী এবং ২৯৭টি ভারতীয় থ্রীপিস এর সিজার মূল্য ২১লক্ষ,৩৮হাজার টাকা।
খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন এর অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান-মাদক কারবারীদের বিরুদ্ধে বিজিবি‘র অভিযান অব্যাহত থাকবে।