রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সোহাগ হোসেন,মাদারগঞ্জ জামালপুর :
“মেয়ে আমার অহংকার,১৮’র আগে বিয়ে নয়,এই আমার অঙ্গিকার”প্রতিপাদ্য নিয়ে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে জামালপুরের মাদারগঞ্জে বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের মাঝে তথ্য কার্ড বিতরণ করা হয়। ২১ সেপ্টেম্বর সকালে ব্র্যাক- সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় পৌরসভার গাবেরগ্রামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল। পল্লীসমাজ এর সভা প্রধান নাজমা আক্তার সভাপতিত্বে তথ্য কার্ড বিতরণে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন,সমাজ সেবা অফিসার তৌফিক ইসলাম খালেক আরো উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের কাউন্সিল পুলক পারভেজ ,শিক্ষক মোবারক হোসেন তালুকদার ইউডিএফ রায়হান কবীর ,কিশোরী. কিশোরীদের অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফিজা খানম(ডিএম)।শুভেচ্ছা বক্তব্য দেন অফিসার (সেলপ) ঝরনা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার জনাব ইলিশায় রিছিল,আপনাদের সচেতন হতে হবে, বাল্যবিবাহের ঘটনা ঘটলে তথ্য কার্ডে নম্বর আছে এই নম্বরে ফোন করে আমাকে অবগত করবেন।