admin
- ১৩ নভেম্বর, ২০২২ / ১৪৪ Time View
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে ড্রোজার(মাটিকাটার যন্ত্র) দিয়ে পাহাড় কেটে পুকুর ভরাটের দায়ে পরিবেশ আইনে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার(১২ নভেম্বর) সকালে উপজেলার হাজীপাড়া এলাকায় । এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। অভিযানে নয়ন মিয়া(২২) কে পাহাড় কাটার দায়ে পরিবেশ আইনের সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হলে তাৎক্ষণিক তিনি জরিমানার অর্থ পরিশোধ করেন। মানিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।