বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন

News Headline :
ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের অনিয়ম রংপুরে হারাগাছে ভূয়া আত্মীয় পরিচয় দিয়ে মামলাকারীর মামলা প্রত্যাহার ও জড়িতকে গ্রেফতারের দাবি প্রবাসী যুবকের সাথে প্রতারণা করে অর্ধযুগের কষ্টার্জিত আয় আত্মসাতের অভিযোগ এক নারীর বিরুদ্ধে পরীক্ষামূলকভাবে চালু হলো যমুনা রেলওয়ে সেতু পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিতে নয়-ছয়; রাবিতে ফের আন্দোলনের প্রস্তুতি রাজশাহীতে পারিবারিক পুষ্টি বাগানে স্বাবলম্বী হচ্ছে গ্রামীণ প্রান্তিক নারীরা পাবনা প্রেসক্লাবের অনিয়ম তদন্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কমিটি গঠন মহানগরীতে স্বর্ণের দোকানে চুরির অভিযোগে জনতার হাতে আটক নারীকে পুলিশে সোপর্দ পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করলো হাবিপ্রবি ছাত্রশিবির মানুষকে যারা কষ্ট দেয় তাদেরকে পরিহার করুন : এ.কে.এম. আমিনুল হক

মানিকছড়িতে দেশীয় চোলাই মদ উদ্ধার, আটক-২

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির মানিকছড়ি ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি এলাকা থেকে দেশীয় চোলাই মদসহ ২জনকে আটক করে পুলিশ।
শনিবার(১৫ অক্টোবর) রাত পোনে ১০টার দিকে এক অভিযান চালিয়ে দেশীয় মাদকদ্রব্যসহ ২জনকে আটক করা হয়। আটককৃতরা হলো- ৬নং ওয়ার্ড, ৮নং মেখল ইউনিয়ন, হাটহাজারী, চট্রগামের বাসিন্দা মোহাম্মদ তানভীর হাসান(২৪), পিতা-মোঃ কামরুল হাসান, তপু রায় চৌধুরী(২৫), পিতা-রাখাল চৌধুরী। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আশিকুল ইসলাম, এএসআই মোঃ আব্দুল্লাহ আল মামুন, এএসআই খাইরুল, এএসআই সোয়েল রানা ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মোবাইল ডিউটি চলাকালীন মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়িস্থ খাগড়াছড়ি স্বাগতম সাইনবোর্ডের সংলগ্ন
খাগড়াছড়ি-চট্টগ্রামগাম পাঁকা রাস্তার পূর্ব পাশে হতে সর্বমোট ১২লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শাহনুর আলম জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com