শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ আশিক, সাতক্ষীরা শ্যামনগর:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নওয়াবেকী টু মুন্সিগঞ্জ কল বাড়ি রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মুন্সিগঞ্জ কলবারি টু নোয়াবেকি রাস্তা দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় বিভিন্ন ধরনের মালবাহী ট্রাক অন্যান্য পরিবহন চলাচল করে। নওয়াবেকী টু শ্যামনগর রোডে কালভার্ট নির্মাণ এর কাজ চলমান থাকার কারণে বিভিন্ন ধরনের মালবাহী ট্রাক সরাসরি শ্যামনগর থেকে নওয়াবেঁকি আসতে পারে না তাই মুন্সিগঞ্জ কল বাড়ি রোড দিয়ে নওয়াবেকী আসতে হয় । কিন্তু মুন্সিগঞ্জ কল বাড়ি টু নওয়াবেকী রাস্তাটি বেহাল দশা রাস্তাটির ভিতর ছোট-বড় অনেকগুলো গর্ত হয়ে গেছে গর্ত স্থানে মাঝে মাঝে ইট খোয়া ফেলা হয় হয় কিন্তু কয়েক দিন যেতে না যেতেই এটা আবার গর্তে পরিণত হয়যার কারণে বর্ষার মৌসুমে ওই সব স্থানে পানি জমে থাকার কারণে সেটি আরও ভয়ানক রূপ নেয় যার কারণে মালবাহী ট্রাক গুলো প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে ট্রাক ও অন্যান্য পরিবহনের ক্ষয়ক্ষতি হচ্ছে। রাস্তাটি যদি দ্রুত সংস্কার করা না করা হলে দিন দিন বিভিন্ন ধরনের দুর্ঘটনা বেড়েই চলবে।