বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন
Reading Time: 2 minutes
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
১৩ ই সেপ্টেম্বর বুধবার, দুপুর তিনটা,মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং তথ্য সংস্কৃতি বিভাগের পরিচালনায়, রবীন্দ্র সদন চত্বরে এবং এক তারা মুক্তমঞ্চে, যোগীন্দ্রনাথ সরকার স্মরণে ছোটদের বইমেলা ও শিশু সাহিত্য উৎসব এবং বিজ্ঞান মডেল প্রদর্শনীর আয়োজন ও শুভ সূচনা করা হয়, সুন্দর সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে।এই প্রথম ছোটদের বইমেলা ও শিশুদের সাহিত্য উৎসব এবং বিজ্ঞান মডেল প্রদর্শনীর আয়োজন মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগ এবং তথ্য সংস্কৃতি সহযোগিতায়, বিভিন্ন স্কুলের ছোট ছোট ছেলেমেয়েদের হাতে তৈরি বিভিন্ন মডেল তুলে ধরেছেন এই মেলায় ,তার সাথে সাথে ১৫ টিরও বেশি নামিদামী প্রকাশনী ছোটদের বই নিয়ে এই মেলায় উপস্থিত হয়েছেন,এই মেলার শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে, এবং উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে,প্রদীপ প্রচলনে উপস্থিত ছিলেন এবং উন্মোচন করলেন কবি জয় গোস্বামী, এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, উপস্থিত ছিলেন তথ্যসংস্কৃতির অধিকার তা কৌশিক বসাক, এছাড়া উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি অর্পিতা ঘোষ যিনি এই মেলা আয়োজন করেছেন, একাডেমির দীপান্বিতা রায়, মৃগাঙ্গ ব্যানার্জী সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন প্রদীপ প্রজ্বলনের পর একে একে সকল অতিথিদের বরণ করে নেন উত্তরীয় পরিয়ে,,হাতে স্মারক এবং একটি করে গাছ উপহার দিয়ে, এর পর একটি ম্যাগাজিনের ও শুভ সূচনা করেন।শুভ সূচনার পর সকল ছোট ছোট ছাত্র ছাত্রীরা এবং নৃত্যশিল্পীরা তাদের নিত্য ও সঙ্গীত পরিবেশন করছেন , বিভিন্ন জায়গার স্কুল থেকে আশা ছাত্র-ছাত্রীরা।এই মেলা চলবে ১৩ইই সেপ্টেম্বর থেকে ১৭ই সেপ্টেম্বর, প্রতিদিন দুপুর তিনটে থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত, প্রতিদিষ থাকবে মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান, এর সাথে সাথে সকল দর্শকদের এবং সকল ছাত্র-ছাত্রীদের সুযোগ থাকছে মেলাতে ছোটদের বই সংগ্রহ করার।সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে অতীথিরা বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী বহুদিন ধরে এইরকম একটি ছোটদের অনুষ্ঠান করার কথা ভেবেছিলেন এবং আমাদের উপর দায়িত্ব দিয়েছিলেন ,এবং সেটি আজকে বাস্তবায়িত হল , এটি প্রথম বছর ,আমরা আয়োজন করতে পেরে কৃতজ্ঞ। এতদিন ধরে শুধু বড়দের নিয়েই ভাবতেন এবং সেখানে হয়তো ছোটদের বই পাওয়া যেত, কিন্তু এটা সম্পূর্ণভাবেই ছোটদের জন্য আয়োজন করা হয়েছে, আর এটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাভাবনা নিয়েছিলেন।