বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
হারুন উর রশিদ সোহেল, রংপুরব্যুরো :
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে আদালতে মামলা বিচারাধীন অবস্থায় হারাগাছ চতুরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নামীয় তফসীল ভুক্ত জমিতে জোরপূর্বক দোকান ঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক মো: আব্দুল মমিন বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের জামতলা নামক স্থানে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী জমি দখল ও স্থাপনা নির্মাণ বন্ধে আইনশৃংঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগ ও প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, কাউনিয়া উপজেলার হারাগাছ চতুরা স্বতন্ত্র ইবতে দায়ী মাদ্রাসার নিজ নামীয় নাজিরদহ মৌজার জেএল নং-৬, সাবেক খতিয়ান নং-২০১৮, হালখতিয়ান নং-৮৫৪৪, হাল দাগ নং-৬৩৫৪ ও ৭৭৭২ তফসীলভুক্ত ১২ শতক জমি ভোগ দখল করিয়া আসছেন। হঠাৎ করে বিগত ২০১৫ সালের ২২ মে স্থানীয় নাজিরদহ ও ঠুাকুর দাস এলাকার টেপেল মিয়া, আব্দুল গফুর, আনোয়ার হোসেন, রতন মিয়া ও হারাগাছ জামতলা এলাকার আব্দুস সালাম মিয়া, হাজী আব্দুস সালেক, তোফাজ্জল হোসেন, আব্দুল বারীসহ কতিপয় দাঙ্গাবাজ লোকজন মাদ্রাসার নামীয় জমিটি নিজেদের বলে মিথ্যা দাবি করেন। পরে তারা জোরপূর্বক দখল ও দোকানসহ স্থাপনা নির্মাণ করতে চাইলে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো: আব্দুল মমিনসহ কমিটির লোকজন এবং অন্যান্য শিক্ষক ও এলাকাবাসী বাঁধা দেয়। স্থানীয় ভাবে মাদ্রাসা কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে মিমাংসা করার জন্য তাদের কাগজপত্রসহ ডাকলে তারা উপস্থিত হয়নি। এ বিষয়ে বিগত ২০১৫ সালের জুন মাসের ৭ তারিখে কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পরে আবুল গফুর, টেপেল, সালাম, আনোয়ার গংরা আদালতে মামলা দায়ের করেন। মামলায় তারা মাদ্রাসার ১২শতক জমি নিজেদের বলে দাবি করেন। এর প্রেক্ষিতে ২০১৮ সালে মাদ্রাসার পক্ষে প্রধান শিক্ষক আব্দুল মমিন বাদি হয়ে জেলা কাউনিয়া সহকারি জজ আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। এরই মধ্যে সম্প্রতি আবুল গফুর, টেপেল, সালাম, আনোয়ার, রতনগংরা স্থানীয় আব্দুস সালাম মিয়া, হাজী আব্দুস সালেক, তোফাজ্জল হোসেন, আব্দুল বারীসহ কতিপয় দাঙ্গাবাজ ও স্বার্থনেষী মহলের মদদে আবারও মাদ্রাসার জমি দখলপূর্বক দোকানসহ স্থাপনা নির্মাণ করছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ বাঁধা দিলেও তারা কোন কর্ণপাত করছেন না।এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে হারাগাছ চতুরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো: আব্দুল মমিন বলেন, মাদ্রাসার জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এরই মধ্যে জোরপূর্বক জমি দখলসহ দোকান ও স্থাপনা নির্মাণ করা হচ্ছে। কমিটির লোকজন, অভিভাবক ও স্থানীয়রা বাঁধা দিলেও তারা শুনছেন না। তাই অবিলম্বে বিবাদী গনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বিষয়টি কাউনিয়া থানা ও আদালতকে লিখিত ভাবে অবহিত করবেন বলে তিনি জানিয়েছেন।