বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
হারুন উর রশিদ সোহেল,রংপুর:
রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন আরাফাত শুভর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এদিকে মামলা দায়েরের পর থেকে গ্রেফতার এড়াতে পলাতক থাকলেও বিভিন্ন মাধ্যমে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওই ছাত্রলীগ নেতা।গতকাল মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম। এর আগে গত ২৬ জুন দিনগত রাতে পীরগঞ্জ থানায় ইয়াছিন আরাফাত শুভকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী গৃহবধূ। যার মামলা নং-৩৮, তারিখ ২৬-০৬-২০২৩ইং।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন রাতে পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের ভুক্তভোগী গৃহবধূ রাতের খাবার শেষে রাত সাড়ে ১২টার দিকে ঘর থেকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্ত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও পীরগঞ্জ উপজেলার সদরা কতুবপুর এলাকার শাহজাহান মিয়ার ছেলে ইয়াছিন আরাফাত শুভ পেছন থেকে মুখ চেপে ধরে পাশের এক মাটির ঘরে জোর করে তুলে নিয়ে যায়। এসময় ভুক্তভোগী গৃহবধূকে খুন করার ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন ইয়াছিন। পরে ভুক্তভোগী গৃহবধূর স্বামী টর্চ লাইট নিয়ে তাকে খুঁজতে বের হয়ে ধর্ষণ করার দৃশ্য দেখে চিৎকার দিলে অভিযুক্ত ইয়াছিন আরাফাত শুভ পালিয়ে যান। এ ঘটনায় পীরগঞ্জ থানায় ওই গৃহবধূ বাদী হয়ে ইয়াসিন আরাফাত শুভকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এদিকে মামলা দায়েরের পর থেকে গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাত শুভ। তবে তিনি পলাতক থাকলে বিভিন্ন মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে সমঝোতার চেষ্টা চালাচ্ছেন। গৃহবধুসহ তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিচ্চেন। অবিলম্বে শুভকে গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী গৃহবধূর প্রতিবেশীরা।রংপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহসান চপল বলেন, তার বিরুদ্ধে ধর্ষণের মামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।