বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন

News Headline :
মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্যামনগরে গাছের সাথে ধাক্কা খেয়ে সড়কে ভ্যান চালকের মৃত্যু রাজশাহীর মোহনপুরে মদ পানে ৩ জনের মৃত্যু, গ্রেফতার ২ রাজশাহী মহানগর বিএনপি’র সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা যানজট নিরসন দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে আরএমপি’র মতবিনিময় সভা শ্যামনগরে এবার কৃষকরা আমন ধানের আশানুরুপ ফলন পেয়েছে পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ১জন আহত শাজাহানপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মান্দায় বিল উন্মুক্তের দাবিতে জেলেদের সংবাদ সম্মেলন সভাপতির স্বৈরাচারী আচরন স্বজনপ্রীতি ও দুর্নীতিতে পাবনা শহর সমাজ সেবা কার্যালয়ের কার্যক্রম স্থবির

রংপুরে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর॥
মুজিববর্ষে রংপুরে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসকের হলরুমের সংবাদ সম্মেলনে করেন জেলা প্রশাসক আসিব আহসান।জেলা প্রশাসক বলেন, ‘‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”। প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়নের লক্ষ্যে ২শতাংশ জমি বন্দোবস্ত প্রদান পূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ২১ জুলাই সকাল ১১ টায় প্রধানমন্ত্রী পণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৩য় পর্যায়ের ২য় ধাপে ২৬হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।এ সময় লিখিত বক্তব্যে তিনি আর ও বলেন, রংপুর জেলায় ৩য় পর্যায়ে ১৩৯৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের জন্য বরাদ্দ পাওয়া গিয়েছে। এর মধ্যে ২৬এপ্রিল ৬৭৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়। এবারের বরাদ্দের মধ্যে রংপুর সদর-১০৫টি, কাউনিয়া-১২৭টি, বদরগঞ্জ-১০০টি, পীরগাছা-১২০টি, মিঠাপুকুর-৩০০টি, তারাগঞ্জ-২০৫টি, গঙ্গাচড়া-২০০টি, পীরগঞ্জ-২৪০টি বরাদ্দ পাওয়া গেছে। এসব গৃহে থাকবে দুইটি শয়নকক্ষ, বারান্দা, রান্নাঘর ও শৌচাগার।তিনি বলেন আগামী মার্চ থেকে রংপুর কে শতভাগ ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসন করা হবে। এছাড়াও পীরগঞ্জ উপজেলার মাঝিপাড়ার সাম্প্রদায়িক সহিংসতায় ঘরহারানোদেরও ঘর দেয়া হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক এ ডব্লিউ এম রায়হান শাহ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিসান, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী ও রংপুরের কর্মরত বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com