শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন

News Headline :
সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যা করে গাড়ি ছিনতাই আটক দুই কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার পাবনা জেলার ১৯৬তম জন্মদিন উপলক্ষে কাগজে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত বাজারের আগুন: ত্রিশালের কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশছোঁয়া বিপাকে সাধারণ মানুষ কুষ্টিয়া জেলা পুলিশের সতর্ক বার্তা পাবনা র‌্যাবের অভিযানে ৪টি হত্যাসহ একাধিক মামলার আসামী গ্রেফতার নওগাঁ সোসাইটির নীতিমালা ভঙ্গ করে প্রতিপক্ষের ঘর দখলের অভিযোগ অপরাধী ও দুষ্টু লোকদের স্থান বিএনপিতে হবে না বলে তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন: কেন্দ্রীয় যুবদল সম্পাদক নয়ন পাবনায় সংবাদ প্রকাশের জেরে ওসির ইন্ধনে সাংবাদিকের খোজে সন্ত্রাসীরা মতিহারে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোহেল গ্রেফতার

রংপুরে সাংবাদিকদের সাথে ডিসি’র মতবিনিময়

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
রংপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোবাশ্বের হাসান। রোববার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নবাগত জেলা প্রশাসক দেশপ্রেম, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে দেশের জন্য, রংপুরের জন্য পেশাগত দায়িত্বপালন করার আকাঙ্খা ব্যক্ত করেন। রংপুরের উন্নয়নের জন্য সবার পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডবিøউ.এম. রায়হান শাহ্সহ জেলা অন্য কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান মাহবুব রহমান, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, মাহবুবুল ইসলাম, মামুন ইসলাম, রংপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোনাব্বর হোসেন মনা, ণ সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রহমত উল্লাহ অপু, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, টিসিএ রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন প্রমুখ।নবাগত ডিসি বলেন, রংপুর মহানগরের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ও নিষ্কাশন ব্যবস্থাপনায় শ্যামাসুন্দরী খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খালের প্রয়োজনীয়তা আমরা বুঝি। শ্যামাসুন্দরী খালের আধুনিকায়নে আমরা সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট অন্যদের নিয়ে কাজ করব। তিনি বলেন, আমার কাছে কেউ দুর্নীতি করে আশ্রয়-প্রশ্রয় পাবে না। এলএ শাখায় অনিয়ম-দুর্নীতির যেসব অভিযোগ পাওয়া গেছে, তা আমরা খতিয়ে দেখছি। যারা দুর্নীতি করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। কেউ যাতে সেবা নিতে এসে হয়রানির শিকার না হয় সেটিও দেখা হবে। আমার আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না। ডিসি বলেন, জেলার কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণের জন্য কাজ করছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com