বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা,রংপুর:
অ্যালাইড হেলথ বোর্ড বাতিল ও ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠনসহ চার দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে ম্যাটস শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়। দাবি আদায় না হলে আগামীতে লাগাতার আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।রোববার দুপুর ১২টায় রংপুর প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের চার দফা দাবি তুলে ধরে অবিলম্বে তা বাস্তবায়নে সরকার প্রধানসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তৌফিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হানুল রাব্বী, রংপুর জেলার সাবেক সভাপতি মোহাম্মদ পিয়াল, শিক্ষার্থী হাবিবুর রহমান, সজিব মÐল, অনামিকা রহমান, হুমায়রা হানিফ, সৌমিক, আসিফ, হুমায়রা খন্দকার প্রমুখ। কর্মসূচি চলাকালে প্রেসক্লাবের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা যায়।এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালনকালে প্রেসক্লাব চত্বরসহ জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বর ও আশে পাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা ২টা পর্যন্ত চলা মানববন্ধন সমাবেশে প্রাইম ম্যাটস্, গ্রীণ ম্যাটস্, রংপুর ম্যাটস্ ও সিটি ম্যাটসসহ বিভিন্ন ম্যাটস’র প্রায় দুই শতাধিকের বেশি শিক্ষার্থী অংশ নেন। এর আগে তারা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।শিক্ষার্থীরা ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও অবিলম্বে নিয়োগদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুয়ায়ী উচ্চশিক্ষার সুযোগ প্রদানের দাবি জানান।