বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
জুয়েল ইসলাম তারাগঞ্জ রংপুর:
রংপুরের তারাগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নতুন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ভোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩জুন) দুপুরে উপজেলা চত্ত্বরে ওই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নতুন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ বোস্তামী, পিআইও আলতাফ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী নাসির ইকবাল, সয়ার ইউপি চেয়ারম্যান এসএম মহিউদ্দিন আজম কিরণ, ফরেস্টার রোকন খান, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক বিপ্লব হোসেন অপু, বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত করেন মাওলানা মো. তৈয়ব আলী।