মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুবসংহতি রংপুর মহানগর কমিটির সভাপতি শাহিন হোসেন জাকির তার পদ থেকে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। গতকাল শনিবার তিনি যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। পদত্যাগপত্রে মহানগর যুব সংহতির সভাপতির পদ থেকে পদত্যাগের কারণ হিসেবে জাকির বলেন, আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করিলাম। একান্ত ব্যক্তিগত কারণে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করছি। এ সংক্রান্ত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করছি। সেই সাথে দীর্ঘদিন চলার পথে ভুলত্রুটি করে থাকলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা এবং যুব সংহতির উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন। শনিবার দুপুরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যুব সংহতি মহানগর কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগের একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেনপ্রাণের সংগঠন যুব সংহতি রংপুর মহানগর ভালো থেকো, স্বকীয়তা নিয়ে লড়াই করার সৎ সাহস রেখো, ভালোবাসা রইলো , নিজ ইচ্ছায় জাতীয় যুব সংহতির রংপুর মহানগর সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম। ‘আমার প্রিয় যুব সংহতির সকল সহযোদ্ধা, বন্ধুরা, ছোট ভাইয়েরা দীর্ঘদিন চলার পথে ভুলত্রুটি করে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। এর আগে প্রায় ২৬ বছর পর ২০২০ সালের ২৫ জানুয়ারি রংপুর মহানগর যুবসংহতির সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি জাকির হোসেন জাকিরকে সভাপতি ও আলাল উদ্দিন কাদেরী শান্তিকে সাধারণ সম্পাদক করে যুব সংহতির মহানগর কমিটির ঘোষণা করা হয়। এর পরেই তার নেতৃত্বে মহানগরীর ৩৩টি ওয়ার্ডে যুব সংহতির কমিটি গঠন করা হয়। মহানগরীর পূর্নাঙ্গ কমিটি করা হয়। বর্তমানে জাতীয় যুব সংহতি রংপুর মহানগর কমিটি একটি রোল মডেল। এদিকে যুব সংহতি মহানগর কমিটির সভাপতি পদ থেকে জাকিরের পদত্যাগের পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে হতাশা নেমে এসেছে। অনেকেই তার এই পদত্যাগ গ্রহণ করছেন না। তবে অনেকেই তার ব্যক্তিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।