সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

News Headline :
মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্যামনগরে গাছের সাথে ধাক্কা খেয়ে সড়কে ভ্যান চালকের মৃত্যু রাজশাহীর মোহনপুরে মদ পানে ৩ জনের মৃত্যু, গ্রেফতার ২ রাজশাহী মহানগর বিএনপি’র সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা যানজট নিরসন দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে আরএমপি’র মতবিনিময় সভা শ্যামনগরে এবার কৃষকরা আমন ধানের আশানুরুপ ফলন পেয়েছে পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ১জন আহত শাজাহানপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মান্দায় বিল উন্মুক্তের দাবিতে জেলেদের সংবাদ সম্মেলন সভাপতির স্বৈরাচারী আচরন স্বজনপ্রীতি ও দুর্নীতিতে পাবনা শহর সমাজ সেবা কার্যালয়ের কার্যক্রম স্থবির

রাজনীতিতে যারা পরিত্যক্ত,তাদের নিয়ে বিএনপি ৩৪ দলীয় জোট গঠন করেছে: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ 

Reading Time: 2 minutes

হারুন উর রশিদ সোহেল,রংপুর ব্যুরো:
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি ডান বাম নিয়ে বহুবার জোট গঠন করেছে। কিন্তু উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কাছে পরাজিত হয়েছে। এবারে বিএনপি রাজনীতিতে যারা পরিত্যক্ত, সেই রাজনৈতিক টোকাইদের নিয়ে ৩৪ দলীয় জোট গঠন করেছে। সেই জোট নিয়ে দিনের বেলা পদযাত্রা, পদভ্রমণ আর রাতে বিদেশী কুটনৈতিকদের কাছে পদলেহন করছেন।
গতকাল শনিবার বিকেলে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে রংপুর মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি ভালো করেই জানে তারা আগামীতেও জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারবে না, তাই তারা নানা রকম ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। বিএনপি হলো বিষধর সাপ সুযোগ পেলেই ছোবল মারবে। বিএনপি দেশে অপচেষ্টা চালাচ্ছে, সেই অপচেষ্টাকে রুখে দিতে আওয়ামীলীগ শান্তি সমাবেশ করছে। বিএনপির সন্ত্রাসীরা আওয়ামীলীগের সেই শান্তি সমাবেশেও হামলা করছে। বিএনপিকে বলতে চাই, আওয়ামীলীগের একটি নীতি আছে, সেটি হলো কেউ খোচা দিলে আওয়ামীলীগের নেতাকর্মীরা জেগে ওঠে। তাই আওয়ামীলীগের নেতাকর্মীদের খোচা দিবেন না। তাহলে খবর আছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, বিএনপি মনে করেছিলো তাদের সংসদ সদস্যরা পদত্যাগ করলে আওয়ামীলীগ পরে যাবে। তাদের বলতে চাই, তাদের পদত্যাগে আওয়ামীলীগের কাতুকুতু লেগেছে, তাছাড়া কিছুই হয়নি। বরং উপ নির্বাচন করে সবাই শপথও নিয়েছে। বিএনপির পদত্যাপ করা সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার পূণরায় নির্বাচন করে এখন সংসদ সদস্য। তাই বিএনপিকে বলবো আগামীতে নির্বাচন বর্জন করার যদি পথ নেন, তাহলে শত শত উকিল আব্দুস সাত্তার রেডি হয়ে আছে নির্বাচনের জন্য। প্রস্তুত আছে নাজমুল হুদার দলও। তাই সাবধান হয়ে যান।
তিনি আরো বলেন, মির্জা ফখরুল বলেন, আওয়ামীলীগের নেতৃত্বে কোন নির্বাচনে যাবো না, মির্জা ফখরুল আলমগীরকে বলতে চাই, আগামী নির্বাচন আওয়ামীলীগের নেতৃত্বে নয়, নির্বাচন হবে নির্বাচন কমিশনের আন্ডারে । তাই আবোল তাবোল না বকে, নির্বাচনের প্রস্তুতি নিন। অনুষ্ঠানে রংপুর মহানরগর আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডিউক চৌধুরী এমপি, কেন্দ্রীয় সদস্য এডভোকেট সফুরা খাতুন, জেলা আওয়ামীলীগের আহবায়ক ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, যুগ্ম আহবায়ক এডভোকেট আনোয়ারুল ইসলাম, মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com